আমরা আপনাদের জানিয়ে রাখি, ইফতার পার্টির সেই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ধনশ্রী। আর এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সমালোচিত হচ্ছেন তারা। ধনশ্রী এবং শ্রেয়াসের এই ছবিটিতে একজন নেটিজেন লিখেছেন, ‘চাহাল ভাইয়ের সঙ্গে ঠিক হচ্ছে না।’ একজন তো আবার এককাঠি এগিয়ে গিয়ে লিখেছেন, ‘চাহাল ভাইয়ের জন্য সুবিচার চাই।’এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার ইনজুরির কারণে পুরো আইপিএল তো বটেই, এমনকি খেলতে পারবেন না আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এমন পরিস্থিতিতে ইন্টারনেটে তার ছবি ভাইরাল হতেই তীব্রভাবে সমালোচনার মুখে পড়েছেন ভারতের এই তারকা ক্রিকেটার।Unknown Facts –
— supremo ` (@hyperKohli) April 8, 2023
Iyer's Sister and Dhanshree both are friends since many years.
Iyer knew Dhanshree before Chahal's marriage.
Iyer and Dhanshree are good friends, so stop spreading rumors pic.twitter.com/tcgG3MNFkA
Yuzvendra Chahal: ধনশ্রীর সেলফিতে উঁকি দিচ্ছেন শ্রেয়াস আইয়ার, ছবি দেখে চাহালকে ‘সান্তনা’ দিচ্ছেন নেটিজেনরা
ভারতের তারকা ক্রিকেটার শ্রেয়াস আইয়ার এবং আরেক তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী বর্মার কেমিস্ট্রি নিয়ে নানা মাধ্যমে বিভিন্ন সময়ে রসালো গুজব ছড়াতে দেখা গেছে। বিষয়টি নিয়ে যুজবেন্দ্র চাহালের উদ্দেশ্যে…

আরও পড়ুন