Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শনিবার থেকেই চালু হয়ে গেল #yuvaanchakraborty

যারা সোশ্যাল মিডিয়ায় বেশ ভালো রকম একটিভ তাঁরা তৈমুর আলি খান-এর ডিটেলস খুব তাড়াতাড়ি পেয়ে যান। কিছু নেটিজেন তৈমুরের খবরে ভীষণ বিরক্ত। তাঁদের কারোর কারোর মতে অনেক হল তৈমুরকে নিয়ে…

Avatar

যারা সোশ্যাল মিডিয়ায় বেশ ভালো রকম একটিভ তাঁরা তৈমুর আলি খান-এর ডিটেলস খুব তাড়াতাড়ি পেয়ে যান। কিছু নেটিজেন তৈমুরের খবরে ভীষণ বিরক্ত। তাঁদের কারোর কারোর মতে অনেক হল তৈমুরকে নিয়ে আদিখ্যেতা, এবার চাই নতুন খাবার। সেই জন্যেই এবারে হাজির #yuvaanchakraborty। যদিও কিছু মানুষ বড্ড বেশি বলিউড নিয়ে মাথা ঘামান। অনুষ্কা-বিরাটের গুডনিউজ পাবার পর নেটিজেনরা মুখিয়ে আছে অনুষ্কার বেবি নিয়ে মিডিয়া কবে আদিখ্যেতা করবে। কিন্তু একদম চিন্তা করবেন না। যারা শুভশ্রীর ফ্যান তাঁরাই ইতিমধ্যে ফেসবুকে য়ুভানের জন্য একটি পেজ ক্রিয়েট করে ফেলেছেন।

শনিবার থেকেই চালু হয়ে গেল #yuvaanchakraborty

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কিহ! প্রশ্ন করছেন কে এই য়ুভান? আপনি কি মশাই খবর পড়েন না? আচ্ছা রাগ করবেন না। চলুন একটু ছবি দেখে নিই। খুব সহজে বুঝে যাবেন।

শনিবার থেকেই চালু হয়ে গেল #yuvaanchakraborty

“মায়ের কোল আলো করে, হে নবীন তোমায় স্বাগতম… নিদ্রিত রূপে, ছোট্ট বেশে, ভগবানের বেশে শুয়ে আছো তুমি…তোমার রূপের ছটায় আনন্দিত গোটা বিশ্ব।।” ভীষণ মিষ্টি একটি ছেলে এই য়ুভান। শনিবার একটি বেসরকারি হাস্পাতাল আলো করে এসেছে এই শিশু। মা শুভশ্রী আদর করে নাম রেখেছেন য়ুভান। জন্মের সময় এই শিশুর ওজন ছিল ৩ কেজি। সুস্থ আছে মা ও বাচ্চা।

শনিবার থেকেই চালু হয়ে গেল #yuvaanchakraborty

শনিবার থেকেই চালু হয়ে গেল #yuvaanchakraborty

য়ুভানের সমস্ত আপডেট পেতে ক্লিক করুন #yuvaanchakraborty। ভালোবাসায় ভরে যাক আপনার জীবন।

About Author