দেশি লুকের সঙ্গে দেশি নাচ, ‘চকাচক’ ভিডিও ভাইরাল

বর্তমানে সামাজিক মাধ্যমে বিভিন্ন নাচের ভিডিও খুব দেখা যায়। ছেলেদের থেকেও বোধহয় মেয়েদের নাচের ভিডিও মানুষ আরও বেশি পছন্দ করছেন। ফলত সত্যিকারের কেনো প্রতিভাবান ব্যক্তি তার নৃত্য শৈলী প্রদর্শন করলে সেটা ভাইরাল হতে বেশি সময় নেয় না। ইন্টারনেট ব্যবহার করতে করতে নেটিজেনদের পছন্দ অপছন্দ বোঝা যায়। ভিডিও ভাইরাল হওয়ার অর্থ মানুষ সেই কনটেন্টে খুব বেশি ইংগেজ হয়েছে। লাইক, কমেন্ট শেয়ার ইত্যাদি পড়েছে দেদার। শুধু প্রতিভা প্রদর্শন নয়, ভিডিও বা কনটেন্ট পরিবেশনা খুব জরুরি। প্রতিভার পাশাপাশি ভিডিও শ্যুট করার আয়োজনটা মাথায় রাখতে হয়। দুই প্লাস দুই দলে তবেই চার হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন হরেক রকমের ভিডিও দেখতে পাওয়া যায়। যার মধ্যে কিছু ভিডিও হয়ে যায় রাতারাতি ভাইরাল। ভিডিওর মাধ্যমে মানুষ নিজের প্রতিভা প্রদর্শন করার সুযোগ পান। অনেকেই তাদের বিভিন্ন প্রতিভা ভিডিওর মাধ্যমে তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নাচের ভিডিও মানুষ এখন খুব পছন্দ করে।

ইন্টারনেট জগতে জনপ্রিয় গানে চকা চকের সঙ্গে স্টেপ মিলিয়েছেন তরুণী। মেয়েটি যে সত্যি নাচ জানেন সেটা তার প্রতিটা স্টেপ দেখলেই বোঝা যায়। সব মিলিয়ে ছোটো এই ভিডিও কখন যে শেষ হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না। ভিডিওতে তরুণী যেমন সুন্দর করে নেচেছে, তেমনই চোখে পড়ার মতো ভিডিও পরিবেশনা।

একেবারে দেশী কায়দায় শাড়ি পরে বারবার নজর কাড়ছেন এই তরুণী। ইতিমধ্যে প্রচুর মানুষ এই ভিডিওটি দেখেছেন। এই গানের সঙ্গে দুর্দান্ত কায়দায় নেচেছেন। হলুদ রঙের শিফন শাড়ি পরে সত্যি যেন জলে আগুন ধরিয়েছেন তারা।