Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিহারের যুবক তৈরি করলেন ন্যানো হেলিকপ্টার, চমকে গেল গোটা বিশ্ব

নিজে হেলিকপ্টার ডিজাইন করে উড়ানোর স্বপ্ন থাকলেও সেই স্বপ্ন কখনো সফল হয়নি। কিন্তু বিহারের ২৪ বছরের যুবক মিথিলেশ প্রসাদ কখনো হার মানেননি। তিনি তার পুরনো গাড়িকে একেবারে পরিবর্তন করে রূপ…

Avatar

নিজে হেলিকপ্টার ডিজাইন করে উড়ানোর স্বপ্ন থাকলেও সেই স্বপ্ন কখনো সফল হয়নি। কিন্তু বিহারের ২৪ বছরের যুবক মিথিলেশ প্রসাদ কখনো হার মানেননি। তিনি তার পুরনো গাড়িকে একেবারে পরিবর্তন করে রূপ দিলেন একটি হেলিকপ্টারের মত করে। আর এই রূপ সামনে আসার সঙ্গে সঙ্গেই পুরো ছাপরা সহ সারা ভারতে খবরের শিরোনামে চলে এসেছেন মিথিলেশ।

পেশায় বিহারের একজন পাইপ ফিটার তিনি। বিহারের ছাপরা জেলার বানিয়াপুর নামের একটি গ্রামে তার বসবাস। তিনি নিজের টাটা ন্যানো গাড়িকে একেবারে পরিবর্তিত করে এবং কিছু সাধারণ জিনিস যুক্ত করে সেই গাড়িটি কে করে তুলেছেন একটি হেলিকপ্টার। গাড়িটি যদিও আকাশে উড়তে পারেনা। তবে আকার আকৃতিতে এটি একেবারে হেলিকপ্টারের মতোই দেখতে। মেইন রোটার, টেল বুম এবং টেল রোটার রয়েছে এই হেলিকপ্টারে। এছাড়াও থাকছে বেশ কিছু কালারফুল এলইডি লাইট।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ওই যুবক বলছেন, তিনি এবং তার ভাই মিলে মোটামুটি সাত মাসের পরিশ্রমে এই জিনিসটি তৈরি করেছেন। এই প্রজেক্ট করতে তাদের অতিরিক্ত খরচ করতে হয়েছে সাত লক্ষ টাকা। তিনি ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন দেখতেন। তবে দ্বাদশ শ্রেণী অতিক্রম করার পর তার পরিবারের আর তাকে পড়ানোর ক্ষমতা হয়নি। সেই কারণেই পড়াশোনা ছেড়ে তিনি পাইপ ফিটিং এর কাজ শুরু করেন। তবে নিজের স্বপ্নকে কোনদিন ভুলে যাননি মিথিলেশ। আর সেই স্বপ্নের জোরেই আজ খবরের শিরোনামে বিহারের এই যুবক। তিনি আশা রাখছেন, যেরকম ভাবে তিনি আজ একটি হেলিকপ্টার গাড়ি তৈরি করলেন, সেরকমভাবেই একটি আসল হেলিকপ্টার তিনি একদিন তৈরি করবেন এবং সারা বিশ্বকে চমকে দেবেন।

About Author