টেক বার্তা

কম দামে পাবেন আধুনিক ফিচার, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপসহ Lava কোম্পানির এই স্মার্টফোন পছন্দ হবে আপনার

Lava কোম্পানির এই স্মার্টফোন কিনলে ১ বছরের জন্য ফ্রি ফোন রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাবেন

×
Advertisement

আজকালকার দিনে প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারতের বুকে একাধিক কোম্পানি প্রায় নিত্যদিন নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করে থাকে। এই ভারতীয় মার্কেটে বিশেষ করে মিডরেঞ্জের ফোনের চাহিদা ব্যাপক। এই মার্কেটে অনেক বিদেশি কোম্পানি একাধিপত্য রাখলেও এবার এতে ধামাকা করতে পারে Lava কোম্পানি। এই কোম্পানি একটি বাজেট মিড রেঞ্জ ফোন লঞ্চ করছে যা অনেক নামিদামি কোম্পানির সাথে কঠিন টক্কর দিতে পারবে। Lava কোম্পানির এই নতুন স্মার্টফোন সমন্ধে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisements
Advertisement

Lava কোম্পানির এই নতুন স্মার্টফোনের নাম Lava Agni 2 5G। এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এই ফোনে সুপারফাস্ট দুর্দান্ত Mediatek Dimensity 7050 চিপসেট রয়েছে। এটি অ্যান্ড্রয়েড 13OS এ চলে। এই ফোন WiFi ও হটস্পট ব্যবহার করলে ৪৪% কম ব্যাটারি ব্যবহার করবে। ক্যামেরার কথা বললে স্মার্টফোনটিতে ৫০ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ পাবেন। এই স্মার্টফোনের ক্যামেরাটি QPD অটো ফোকাস এবং 6 পি লেন্সসহ প্রস্তুত করা হয়েছে।

Advertisements

এছাড়া এই স্মার্টফোনে ৪৭০০ mah এর ব্যাটারি রয়েছে যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনের দাম মাত্র ২১,৯৯৯ টাকা। এই ফোন কিনলে আপনি কোম্পানির পক্ষ থেকে ১ বছরের জন্য ফ্রি ফোন রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাবেন। তাই আপনি যদি মিডরেঞ্জ সেগমেন্টে একটি ভালো ফোন কিনতে চান তাহলে এই Lava Agni 2 5G আপনার জন্য ভালো অপশন হতে পারে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button