Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

খুব শীঘ্রই প্রতি লিটার পেট্রোল পাওয়া যাবে ১৫ টাকায়, দেশবাসীকে বড় সুখবর শোনালেন মোদী সরকারের মন্ত্রী

পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রকোপে রীতিমত অতিষ্ট দেশবাসী। কিছু কিছু রাজ্যে পেট্রোলের দাম সেঞ্চুরি পেরিয়ে গিয়েছে। অনেকেই পেট্রোলের দামের ভয়ে ইলেকট্রিক গাড়ী কেনার দিকে ঝুঁকছেন। তবে এর মাঝেই কেন্দ্রীয় সরকারের…

Avatar

পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রকোপে রীতিমত অতিষ্ট দেশবাসী। কিছু কিছু রাজ্যে পেট্রোলের দাম সেঞ্চুরি পেরিয়ে গিয়েছে। অনেকেই পেট্রোলের দামের ভয়ে ইলেকট্রিক গাড়ী কেনার দিকে ঝুঁকছেন। তবে এর মাঝেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এবার পেট্রোলের দাম হবে ১৫ টাকা লিটার। এও কি সম্ভব? বিশ্বাস হচ্ছে না নিশ্চয়। কি করে বা হবে! ১০০ টাকার বদলে ১৫ টাকা। তবে এমনটাই বলেছেন মোদী সরকারের মন্ত্রী তথা কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী। তিনি রাজস্থানের প্রতাপগড়ে একটি অনুষ্ঠানে গিয়ে এমন ঘোষণা করেছেন। ঠিক কি বলেছেন তিনি? বা কি করে ১৫ টাকায় পাওয়া যাবে পেট্রোল? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

মোদী সরকারের মন্ত্রী জানিয়েছেন, দেশে পেট্রল-ডিজেলের দাম লিটারে ১৫ টাকায় গিয়ে ঠেকতে পারে। কিন্তু কি করে? আসলে তিনি বলেন যে ৬০ শতাংশ ইথানল এবং ৪০ শতাংশ বিদ্যুৎ ব্যবহার করা হলে পেট্রল প্রতি লিটার ১৫ টাকায় পাওয়া যেতে পারে। এতে দূষণও কম হবে আবার জ্বালানি আমদানিও কমানো যেতে পারে। অন্যদিকে আবার ফায়দা থাকবেন দেশের কৃষকরা। তিনি আরও যোগ করে বলেছেন, ‘কৃষকেরা এখন শুধুমাত্র খাদ্য সরবরাহকারীই হবে না, একইসঙ্গে এনার্জি প্রদানকারীও হবেন। আগস্ট মাসে টয়োটা কোম্পানির গাড়ি লঞ্চ করছে, এই গাড়ি চলবে ইথানলের সাহায্যে।‘

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনি ভাবছেন কৃষকদের সাথে আবার পেট্রোলের কি সম্পর্ক? কৃষকদের সম্পর্ক ইথানলের সাথে। খুব শ্রীঘই এমন ইঞ্জিন লঞ্চ করা হবে যা ইথানলের সাহায্যে চলবে। ইথানল আখ থেকে উৎপাদিত হয়। দেশে কয়েক লাখ আখ চাষি রয়েছেন। যাদের মূল জীবিকাই আখ চাষ। ইথানল ও সৌরশক্তি উৎপাদন করে কৃষকরা আজ শুধু খাদ্য সরবরাহকারী নয়, এনার্জি উৎপাদনকারীও হয়ে উঠবে। মূলত, আগামী ৫ বছরের মধ্যে দেশ থেকে পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির সংখ্যা কমিয়ে দিতে হবে। আর দেশে প্রায় ১৬ লাখ কোটি টাকার তেল আমদানি করা হয়। এবার ইথানল কৃষকরা উৎপাদন করলে তাঁরা ব্যাপক লাভবান হবেন।

About Author