সম্প্রতি নিজের যে লুকের জন্য চর্চিত হচ্ছেন শ্বেতা শর্মা, সেখানে লাল বিকিনিতে দেখা গিয়েছে তাকে। কোন একটি পাঁচতারা হোটেলের রুফটপে সুইমিং পুলের ধারে লাল বিকিনিতেই নিজের এই সাম্প্রতিক রিল ভিডিওটি বানিয়েছেন তিনি, যা খুব স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি নেটজনতার। ভিডিওতে লাল বিকিনির সাথে কালো শ্রাগের পাশাপাশি চোখে সানগ্লাস পরেছিলেন তিনি। গলায় ছিল একটি সাধারণ হারও। বলাই বাহুল্য, হালকা মেকাপে এদিন তার লুক ছিল নজরকাড়া। পাশাপাশি অভিনেত্রীর মারকাটারি ফিগার চোখ ধাঁধিয়েছে গোটা সোশ্যাল মিডিয়ার। বলাই চলে, অভিনেত্রীর এই লুকে আপাতত ঘায়েল সকলেই।
Bhojpuri Actress: এই ভোজপুরি অভিনেত্রীর সাহসী চেহারা দেখে আপনি নিয়ন্ত্রণহীন হয়ে যাবেন, এমন ভিডিও সামনে এসেছে
বর্তমান যুগে আজকের প্রজন্মের কাছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা নেহাতই কম পরিচিত নন। তাদের নিয়ে নেটমহলে চর্চা চলতে থাকে প্রায়ই। বিশেষ করে ভোজপুরি ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের বোল্ডনেস নিয়ে চর্চা চলে নেটমহলে।…

আরও পড়ুন