Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুইমিং পুলে কালো বিকিনিতে কিয়ারা আডবানির এই হট লুক দেখলে চমকে যাবেন

কৌশিক পোল্ল্যে: ‘কবীর সিং’ সিনেমার সাফল্যের পর রাতারাতি স্টার হয়ে যান প্রীতি সিং ওরফে কিয়ারা আডবানি। যদিও এই অভিনেত্রীর আসল নাম আলিয়া। আরও পড়ুন : গায়িকা নেহা কক্কর এবার বসতে…

Avatar

কৌশিক পোল্ল্যে: ‘কবীর সিং’ সিনেমার সাফল্যের পর রাতারাতি স্টার হয়ে যান প্রীতি সিং ওরফে কিয়ারা আডবানি। যদিও এই অভিনেত্রীর আসল নাম আলিয়া।

আরও পড়ুন : গায়িকা নেহা কক্কর এবার বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে, পাত্র কে? জেনে নিন

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সিনেমার সাফল্যের পরপরই পেয়েছেন বহু প্রোডাক্টের জন্য অ্যাড ও ফটোশ্যুটের অফার। কিয়ারা হয়ে উঠেছেন বহু প্রজেক্টের নতুন মুখ ও নতুন ব্যান্ড অ্যাম্বাসাডার। ইতিমধ্যেই কাজ করে ফেললেন আরও একটি ছবি ‘গুড নিউজ’-এ, ছবিটিও বেশ সফল হওয়ায় বলিউডে কিয়ারার ভীত আরও খানিকটা পোক্ত হল।

এসবের মধ্যেই ‘পিঙ্কভিলা’ থেকে কিয়ারার একটি ছবি পোস্ট করা হয়। পুলসাইটে কালো বিকিনিতে পিছনে তাকানো অবস্থায় তার হট লুকে ঘায়েল হয়েছেন বহু ভক্তরা।

আরও পড়ুন :ফুরফুরে মেজাজে কৌশানি, পোস্ট করলেন এই ছবি

নজরকাড়া লুক ও সৌন্দর্যের মিশেলে কিয়ারার ‘গার্ল নেক্সট ডোর’ নেচার ওকে বাড়তি সাফল্য এনে দিয়েছে। এবছরের কাঙ্খিত নারীদের লিস্টে নিজের স্থান পাকা করে নিয়েছেন তিনি। ইনস্টাগ্রামেও চড়চড় করে ফলোয়ার বেড়েছে 1 কোটিরও বেশি। বর্তমানে ‘কবীর সিং’ খ্যাত জনপ্রিয়তার শীর্ষে থাকা কিয়ারার পুলসাইট ছবিটি একবার দেখে নিন।

About Author