Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১ বার ফুল চার্জ দিয়েই যেতে পারবেন ৩০০ কিলোমিটার, লঞ্চ হল নতুন ইলেকট্রিক স্কুটার

ভারতীয় মার্কেট এই মুহূর্তে ইলেকট্রিক স্কুটার বেশ জনপ্রিয়। বারকয়েক আগুন লেগে যাওয়ার ঘটনা সামনে আসলেও এখনো পর্যন্ত ইলেকট্রিক স্কুটারের বিক্রি কিন্তু কোনো অংশই কমেনি। এই মুহূর্তে ভারতে একটি নতুন ইলেকট্রিক…

Avatar

ভারতীয় মার্কেট এই মুহূর্তে ইলেকট্রিক স্কুটার বেশ জনপ্রিয়। বারকয়েক আগুন লেগে যাওয়ার ঘটনা সামনে আসলেও এখনো পর্যন্ত ইলেকট্রিক স্কুটারের বিক্রি কিন্তু কোনো অংশই কমেনি। এই মুহূর্তে ভারতে একটি নতুন ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চীনের ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ডের নাম হল হর্বিন এবং সম্প্রতি ইলেকট্রিক স্কুটার গ্লোবাল মার্কেটে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার SK3 লঞ্চ করে দিয়েছিল। এর ডিজাইন এবং এর দুর্ধর্ষ রেঞ্জ এই ইলেকট্রিক স্কুটার এর সব থেকে বড় ফিচার। ইলেকট্রিক স্কুটার আপনারা পেয়ে যাচ্ছেন ১৬০ কিলোমিটার এর মাইলেজ এবং যদি আপনি অন্য একটি ব্যাটারি ব্যবহার করেন তাহলে আপনি একবারে পেয়ে যাবেন ৩০০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ।

বাজারে এই মুহূর্তে উপলব্ধ অন্যান্য ইলেকট্রিক স্কুটার এর থেকে এই ইলেকট্রিক স্কুটার অনেকটাই আলাদা। এই মুহূর্তে ভারতের মার্কেটে যে সমস্ত ইলেকট্রিক স্কুটার রয়েছে তাদের থেকে ডিজাইন এবং ডিসপ্লে সবদিক থেকেই এই নতুন ইলেকট্রিক স্কুটার বেশ অন্যরকম। ইলেকট্রিক স্কুটার এর নতুন মডেলে একটি বড় পরিবর্তন নিয়ে আসা হয়েছে। জানা যাচ্ছে এই নতুন মডেলের একটি নতুন উইন্ড ডিফ্লেক্টর ব্যবহার করা হয়েছে। এছাড়াও, পুরনো ফিচারগুলোর মতই টুইন এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে এই নতুন মডেলে। পুরোনো মডেলের তুলনায় 2022 SK3 অনেকটাই আলাদা এবং নতুন মডেলকে অনেকটা ম্যাক্সি স্কুটারের মত তৈরী করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে হর্বিন কোম্পানির এই নতুন ইলেকট্রিক স্কুটার এর সব থেকে বড় ফিচার হলো এই স্কুটার এর মাইলেজ। আপনাদের জানিয়ে রাখি, SK3 ইলেকট্রিক স্কুটার যদি আপনি ক্রয় করেন তাহলে কিন্তু আপনি ৩০০ কিলোমিটার এর মাইলেজ পেয়ে যাবেন অর্থাৎ একবার চার্জ করলে আপনি একবারে ৩০০ কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন এই ইলেকট্রিক স্কুটার। এ ছাড়াও একাধিক অত্যাধুনিক ফিচার থাকার কারণে এই ইলেকট্রিক স্কুটার বাজারের অন্যান্য ইলেকট্রিক স্কুটার এর থেকে অনেকটাই আলাদা। এতে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল টিএফটি স্পিডোমিটার প্যানেল। এর সাথে স্মার্টফোন কানেক্টিভিটি ফিচার আসছে। এছাড়াও এই ইলেকট্রিক স্কুটার এর মধ্যে ক্রুজ কন্ত্রল, স্মার্ট কি লক সিস্টেম এবং কম্বিনেশন ব্রেকিং দেওয়া হয়েছে। সিটের নিচে একটি বেশ বড়সড় স্টোরিজ দেওয়া হয়েছে যেখানে আপনি আলাদা করে একটি ব্যাটারি রাখতে পারবেন।

ইলেকট্রিক স্কুটার এর সম্পূর্ণ ওজন হল ১১৫ কিলোগ্রাম, অর্থাৎ ওজনের দিক থেকে কিন্তু এই ইলেকট্রিক স্কুটার বেশ ভারী। এই ইলেকট্রিক স্কুটার এর সঙ্গে আপনাকে দেওয়া হচ্ছে ৩.১ কিলোওয়াট ঘন্টার মোটর। ২০২২ হরবিন SK3 ইলেকট্রিক স্কুটার আপনারা পেয়ে যাবেন ৭২ ভি ৩৬ এএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক যা ৬.২ কিলোওয়াট শক্তি তৈরি করতে পারবে। এই ইলেকট্রিক স্কুটারের সর্বাধিক স্পিড ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়াও আরামদায়ক যাত্রার জন্য এই স্কুটারের সামনের এবং পেছনের অংশে টেলিস্কোপিক ফোকার্স এবং ডুয়াল শক অবজারভার দেওয়া হয়েছে। ইউরোপে এই 2022 SK3 স্কুটার এর মূল্য ৪,৫০০ ইউরো পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় মোটামুটি ৩.৬৩ লক্ষ টাকার কাছাকাছি। তবে এখনো পর্যন্ত ভারতীয় বাজারের ক্ষেত্রে এই ইলেকট্রিক স্কুটার লঞ্চের কোনো ঘোষণা করা হয়নি।

About Author