যুব সমাজের পছন্দের বাইকের তালিকায় এই মুহূর্তে বাজাজ পালসার এই মুহূর্তে একেবারে এক নম্বরে রয়েছে। এই বাইকের RS 200 মডেলটি এই মুহূর্তে অত্যন্ত বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এবং এই বাইকের গতি এবং এর আকর্ষণীয় ডিজাইন সকলকে একেবারে মুগ্ধ করে দিয়েছে। বলতে গেলে ভারতীয় বাজারে বাজাজ পালসার একটা রমরমা তৈরি করে ফেলেছে। আপনারা জানলে হয়তো অবাক হবেন, ২ লাখ না খরচ করে তার থেকে অনেক কম টাকায় আপনি খুব সস্তার মধ্যেই এই বাইক আপনি কিনে ফেলতে পারেন এই মুহূর্তে। হয়তো আপনার বিশ্বাস হচ্ছে না কিন্তু, এটা একেবারেই সঠিক খবর। তবে হ্যাঁ, এখানে বলে রাখা ভালো, এই মডেলটি নতুন মডেল নয় বরং এটি একটি সেকেন্ড হ্যান্ড মডেল হতে চলেছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোথা থেকে আপনি এই বাইক কিনবেন এবং কি হতে চলেছে এই বাইকের স্পেসিফিকেশন।
এই মুহূর্তে দিল্লির এক্স শোরুমে এই বাইকের প্রাথমিক মূল্য ১,৬৮,৯৭৯ টাকা এবং অন রোড প্রাইস ১,৯৭,৯৮৪ টাকা। তবেযদি আপনার কাছে এত টাকা খরচ করার মত না থাকে তাহলে আমরা আপনাকে জানাবো কিভাবে মাত্র ৪০ হাজার টাকায় এই বাইক আপনারা কিনে ফেলতে পারবেন। যদি আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে অভ্যস্ত থাকেন তাহলে আপনারা হয়তো জানবেন OLX নামের একটি ওয়েবসাইট এই মুহূর্তে ভারতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে যেখানে আপনারা কম দামের মধ্যে পেয়ে যাবেন নিত্য নতুন বাইক এবং এক্সেসরিজ। এই মুহূর্তে বাজাজ পালসার বাইকের ২০১৫ সালের একটি মডেল এই OLX ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে যেখানে মাত্র ৪০ হাজার টাকা খরচ করলেই আপনি এই বাইকটি পেয়ে যাবেন। এর জন্য আপনাকে কোন রকম অতিরিক্ত ফাইন্যান্স অফার ব্যবহার করতে হবে না।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowদ্বিতীয় অফারটি দিচ্ছে DROOM ওয়েবসাইট যেখানে ২০১৫ সালের একটি মডেল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ৪৫ হাজার টাকায়। তবে সব থেকে বড় ব্যাপার হলো, এখান থেকে যদি আপনি এই বাইক কিনেন তাহলে আপনি অতিরিক্ত একটি ফাইন্যান্সের সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও ভারতের আরো কিছু ওয়েবসাইটে আপনারা এই বাইক পাবেন বেশ সস্তায়।