Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এই কোম্পানির ইলেকট্রিক স্কুটারে ২৫,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, EMI তেও ডিসকাউন্ট হবে

বর্তমানে বিশ্বের বেশিরভাগ অটোমোবাইল ইন্ডাস্ট্রি ইলেকট্রিক গাড়ি তৈরীর ওপর জোর দিচ্ছে। পেট্রোল ও ডিজেলের সীমিত পরিমাণ এবং পরিবেশ দূষণ রোধ করতে আমাদের ভবিষ্যৎ ইলেকট্রিক গাড়ি। এর ফলে দেশে ইলেকট্রিক স্কুটি…

Avatar

বর্তমানে বিশ্বের বেশিরভাগ অটোমোবাইল ইন্ডাস্ট্রি ইলেকট্রিক গাড়ি তৈরীর ওপর জোর দিচ্ছে। পেট্রোল ও ডিজেলের সীমিত পরিমাণ এবং পরিবেশ দূষণ রোধ করতে আমাদের ভবিষ্যৎ ইলেকট্রিক গাড়ি। এর ফলে দেশে ইলেকট্রিক স্কুটি বা বাইকের চাহিদা বাড়ছে। একাধিক নতুন নতুন কোম্পানি তাদের কোম্পানিতে যোগ করছে নতুন নতুন ইলেকট্রিক স্কুটি। ভারতের বুকে ইলেকট্রিক স্কুটি লঞ্চ করে এখন জনপ্রিয়তার শীর্ষে Ola কোম্পানি। এই কোম্পানির পোর্টফলিওতে যা অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার আছে, তাতে এই কোম্পানিকে ইলেকট্রিক স্কুটার এর নিরিখে টেক্কা দিতে অন্য কোম্পানিকে বেগ পেতে হবে।

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক টু-হুইলার কোম্পানি Ola ইলেকট্রিকের ইলেকট্রিক স্কুটারে ২৫ হাজার টাকার ডিসকাউন্ট অফার আজ শেষ হচ্ছে। এই অফারটি ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে চালু করা হয়েছিল। এই অফারটিতে, গ্রাহকরা S1 সিরিজের স্কুটারে ২৫,০০০ টাকার ছাড় পাবেন। এছাড়াও, তারা ৫০ শতাংশ ডিসকাউন্টসহ এক্সটেন্ডেড ওয়ারান্টি এবং ২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের সুবিধা পাবেন। এখানেই শেষ নয়। এরসাথে নির্বাচিত ক্রেডিট কার্ডের ইএমআইতে ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও, গ্রাহকরা জিরো ডাউন পেমেন্ট, জিরো প্রসেসিং ফি এবং ৭.৯৯% পর্যন্ত কম সুদের হারে এই স্কুটার কিনতে পারবেন। অফারটি আজ ৩১ জানুয়ারি পর্যন্ত চলছে। তাই কিনতে চাইলে এখনই এই ইলেকট্রিক স্কুটার বুক করুন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Ola S1 Air কোম্পানির একটি এন্ট্রি লেভেল মডেল। এই ই-স্কুটারের ইনট্রোডাক্টরি এক্স-শোরুম দাম ১,০৯,৯৯৯ টাকা। ওলা এই দামে ৩kWh ব্যাটারি এবং টাচস্ক্রিন অফার করছে। কোম্পানি এই স্কুটিতে ড্রাম ব্রেক, হাব মোটর, ফর্ক এবং রিয়ার সাসপেনশনের খরচ কমিয়ে এই দাম কমিয়েছে। এতে লেটেস্ট MoveOS 3 OS দেওয়া হয়েছে, যাতে প্রক্সিমিটি আনলক, পার্টি মোড, ব্লু-টুথ কলিং, মুডস এবং প্রোফাইল সুইচ ফিচার রয়েছে। S1 এয়ারের পারফরম্যান্সের কথা বলতে গেলে, এটি এক চার্জে ১২৫ কিলোমিটার রেঞ্জ দেয়। এর টপ স্পিড ৯০ কিলোমিটার/ঘণ্টা পর্যন্ত। কোম্পানি যখন এটি তিনটি আলাদা ব্যাটারি প্যাকেজে লঞ্চ করেছিল, তখন ২kWh মডেল ৮৫ কিলোমিটার রেঞ্জ এবং ৪KWh মডেল ১৬৫ কিলোমিটার রেঞ্জের প্রতিশ্রুতি দিয়েছিল। এই স্কুটার বর্তমানে ছয়টি রঙের বিকল্পে কেনা যায়।

About Author