Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জাপানের নয়া প্রধানমন্ত্রী, আবে শিনজোর উত্তরসূরী ইয়োশিহিদে সুগা

জাপানঃ প্রায় আট বছর পর নয়া প্রধানমন্ত্রী পেতে চলেছে জাপানবাসিরা। এবার সংসদীয় নির্বাচনে জয়ী হয়ে আবে শিনজোর উত্তরসূরী হতে চলেছেন জাপানের শাসক দলের নেতা ইয়োশিহিদে সুগা।  সংখ্যাগরিষ্ঠতা থেকে দলের নেতা…

Avatar

জাপানঃ প্রায় আট বছর পর নয়া প্রধানমন্ত্রী পেতে চলেছে জাপানবাসিরা। এবার সংসদীয় নির্বাচনে জয়ী হয়ে আবে শিনজোর উত্তরসূরী হতে চলেছেন জাপানের শাসক দলের নেতা ইয়োশিহিদে সুগা।  সংখ্যাগরিষ্ঠতা থেকে দলের নেতা ইয়োশিহিদে সুগাকে প্রধানমন্ত্রী পদে নির্বাচনের ক্ষেত্রে বেশি কাঠখড় পোড়াতে হয়নি শাসক লিবারাল ডেমোক্র্যাটিক পার্টিকে। অনেকদিন ধরেই চিফ ক্যাবিনেট সেক্রেটারির পদে ছিলেন সুগা।

সেখান থেকে এলডিপি নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পরেই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা হইয় সুগাকে। কিন্তু এবার চিফ ক্যাবিনেটের পদে আসতে চলেছেন কাতসুনোবু কাতো। যিনি কিনা আগে অর্থ দফতরের আমলা ছিলেন। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন আবের ছোট ভাই নোবুয়ো কিশি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, কিছুদিন আগেই জানা গিয়েছিলো জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে পারেন আবে শিনজো। শারীরিক ভাবে অসুস্থ হওয়ার কারণেই শীর্ষ পদ থেকে বিদায় নিতে চেয়েছিলেন শিনজো। কিন্তু অনেকের মতে করোনা ভাইরাস মোকাবিলায় জাপানি প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন ওঠার কারনেই নাকি তিনি পদ থেকে সরে যেতে চেয়েছিলেন। দীর্ঘ দিন ধরেই আলসারেটিভ কোলাইটিসের কারণে অসুস্থ ছিলেন প্রধানমন্ত্রী শিনজো। এমনকি তার কিছুদিন আগেই তাকে হাসপাতালে যেতেও দেখা গিয়েছিল।

এভাবে শারীরিক সমস্যা নিয়ে আর প্রধানমন্ত্রীর পদ সামলাতে না পারার কারনে সরে যাওয়ার সিদ্ধান্তে অবাক হন অনেকেই। মঙ্গলবারই প্রধানমন্ত্রীর এক ঘনিষ্ঠ সহযোগী সংবাদসংস্থা রয়টার্সকে জানানো হয়, ২০২১-র সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী পদে থাকার কথা ছিল শিনজোর ,কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তার আগেই পদ থেকে সরে যেতে চাইছেন প্রধানমন্ত্রী।

 

About Author