মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের সুবিধাবঞ্চিত ছেলে ও মেয়েদের জন্য এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ সহায়তার মূল্য মাথায় রেখে, আমরা এখন রাজ্যে কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ৫০ এবং আমাদের সমর্থিত প্রশিক্ষণার্থীদের ২,০০০ এ উন্নীত করেছি। এবং আরও ভাল প্রস্তুতির জন্য একাদশ শ্রেণি থেকে প্রশিক্ষণ দেওয়া হবে… আমাদের আর্থিকভাবে দুর্বল শ্রেণির ছেলে-মেয়েদের একটা বড় অংশ ইঞ্জিনিয়ার ও ডাক্তার হয়েছে।’We are proud that our “Yogyashree” scheme which we started to provide completely free-of-cost training to SC/ST students of the state for admission in engineering and medical courses has been yielding increasingly greater and greater benefits for our SC/ST boys & girls. Now we…
— Mamata Banerjee (@MamataOfficial) June 11, 2024
কীভাবে এই প্রকল্পে আবেদন করবেন?
- www.anagrasarkalyan.gov.in ও www.wbbcdev.gov.in – এই দুটি ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করতে হবে।
- ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে সেটা ফিল আপ করতে হবে।
- বাড়ির নিকটবর্তী সেন্টারে গিয়ে ফর্ম জমা দিতে হবে।