Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

যোগী সরকারের করোনা মোকাবিলায় কড়া পদক্ষেপ, পুরোপুরি ‘সিল’ উত্তরপ্রদেশের ১৫টি জেলা

উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৩২৬ জন। সুস্থ হয়েছেন ২১ জন। আর মারা গেছেন ৩ জন। এই পরিস্থিতিতে লকডাউন ওঠাতে চায়না যোগী সরকার। এবার উত্তরপ্রদেশের ১৫ টি জেলাকে পুরোপুরি ‘সিল’…

Avatar

উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৩২৬ জন। সুস্থ হয়েছেন ২১ জন। আর মারা গেছেন ৩ জন। এই পরিস্থিতিতে লকডাউন ওঠাতে চায়না যোগী সরকার। এবার উত্তরপ্রদেশের ১৫ টি জেলাকে পুরোপুরি ‘সিল’ করে দেওয়া হবে বলে জানিয়েছে যোগী সরকার। এই ১৫ টি জেলার তালিকাতে রয়েছে- লখনউ, নয়ডা , গৌতম বুদ্ধ নগর, গাজিয়াবাদ, আগ্রা, মিরাট, সামলি ও সাহারানপুর।

কয়েকদিন আগেই যোগী সরকার জানিয়ে দিয়েছিলো যে তারা চায় লকডাউনের সময়সীমা বাড়ানো হোক। উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব বলেছেন যে রাজ্যে যখন পুরোপুরি করোনা মুক্ত হবে তখনি তারা লকডাউন তুলে দেবে। সেক্ষেত্রে একজন ও যদি আক্রান্ত থাকেন তাহলে লকডাউন তোলা সম্ভবপর হবে না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শুধু উত্তরপ্রদেশ নয়, অসম, তেলেঙ্গানা, কর্ণাটক সরকার ও লকডাউন বাড়ানোর পক্ষে সরকারের কাছে আর্জি জানিয়েছেন। কেউ আবার ধাপে ধাপে লকডাউন তোলার কথা বলেছেন। তবে আগামী শনিবার দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করবেন। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

About Author