সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে স্যামি নামের এক যুবতীকে দেখা গিয়েছে। এদিন তিনি হলুদ শিফন শাড়ি ও ব্যাকলেস ডিজাইনার ব্লাউজেই খোলা চুলে মাঝরাস্তায় বৃষ্টির মধ্যেই নিজের এই রিল ভিডিওটি বানিয়েছিলেন। ফ্লন্ট করেছিলেন নিজের কার্ভি ফিগারও, যা রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে নেটনাগরিকদের একাংশের মনে। সেকথা অবশ্য কমেন্টবক্সে নজর রাখলেই স্পষ্ট হবে। এদিন স্যামি ‘ইয়ে কালি কালি আঁখে’র তালেই তাল মিলিয়ে নজর কেড়েছিলেন। বোল্ডনেসের দিক দিয়ে টেক্কা দিয়েছিলেন পর্দার কাজলকেও। আর তার এই ঝলক দেখে নেটজনতার একাংশ আগুন ইমোজিতেই রীতিমতো ভরিয়ে দিয়েছেন গোটা কমেন্টবক্স।View this post on Instagram
(Dance Video) ‘ইয়ে কালি কালি আঁখে’ গানে ব্যাকলেসে আঁচল ওড়ালেন এই যুবতী, দেখে কাজলকে ভুলে যাবেন
বর্তমান প্রজন্মের কাছে নেটদুনিয়ায় নিজের অবসর সময় কাটানো খুব একটা কঠিন ব্যাপার নয়। সোশ্যাল মিডিয়া এখন ৮ থেকে ৮০ সকলের কাছেই অবসরের অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে উঠেছে। বন্ধু কিংবা ঘনিষ্ঠমহলের…

আরও পড়ুন