Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘এরা সবাই রাবণের সন্তান’, বিজেপিকে কটাক্ষ কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর

কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সব নেতাকে 'রাবণের সন্তান' বলে আহ্বান করে লোকসভায় রাজনৈতিক ঝড় তোলেন। কর্ণাটকের সাংসদ অনন্তকুমার হেগড়ে এক বিতর্কিত মন্তব্যে মহাত্মা গান্ধীর…

Avatar

কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সব নেতাকে ‘রাবণের সন্তান’ বলে আহ্বান করে লোকসভায় রাজনৈতিক ঝড় তোলেন। কর্ণাটকের সাংসদ অনন্তকুমার হেগড়ে এক বিতর্কিত মন্তব্যে মহাত্মা গান্ধীর স্বাধীনতা সংগ্রামকে একটি ‘নাটক’ বলে কটূক্তি করছিলেন। যার প্রত্যুত্তরে অধীর চৌধুরীর এই কটাক্ষ বলে মনে করা হচ্ছে।

গতকাল, কর্ণাটকের বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ে মহাত্মা গান্ধীর স্বাধীনতা সংগ্রামকে ‘নাটক’ বলার কারণে আগুনে ঘি পড়েছিল। যে কারণে অধীর চৌধুরী আজ বলেন, ‘গান্ধীর মতো লোককে মহাত্মা হয়ে উঠতে দেখে তাঁর রক্ত ​​ফোটে।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

হেগড়ে ও বিজেপিকে আঘাত করে অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘আজ তারা মহাত্মা গান্ধীকে গালাগালি করছে। তারা রাবনের সন্তান। তারা ভগবান রামের অনুসারীকে অপমান করছে।’ কংগ্রেস সাংসদের এমন মন্তব্যে লোকসভার বিজেপি নেতারা উত্তেজিত হয়ে ওঠেন। তাকে নিন্দা জানিয়ে এবং ক্ষমা চাওয়ার দাবিতে হৈ চৈ শুরু করেন।

আরও পড়ুন : ভারতের বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষনা পাকিস্তানের

কংগ্রেস নেতার বক্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করে কেন্দ্রীয় মন্ত্রী পি জোশী বলেন, ‘আমরা, ভারতীয় জনতা পার্টির লোকেরা প্রকৃত ভক্ত। আমরা মহাত্মা গান্ধীর প্রকৃত অনুসারী। এই লোকেরা সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী ‘নকলি’ (নকল) গান্ধীর অনুসারী।’

অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্যে গোলমালের মধ্যে পশ্চিমবঙ্গ বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী অভিযোগ করেন যে, পশ্চিমবঙ্গে হিন্দুদের অবস্থা পাকিস্তানের বাসিন্দাদের মতো। তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হিন্দুদের সরস্বতী পূজা বা বাংলায় অন্য কোনও প্রার্থনা করার অনুমতি নেই।

About Author