Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Viral Video: বাবার মতো ছেলের দুরন্ত নাচ, গোবিন্দা ও যশবর্ধনের ভিডিও ভাইরাল

তার কমিক টাইমিং ছাড়াও গোবিন্দা তার নাচের জন্য বলিউডে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন একটা সময়। এখন হয়তো তিনি খুব একটা সক্রিয় নন কিন্তু এখনো তাকে কোনো না কোনো খবরে অবশ্যই দেখা…

Avatar

তার কমিক টাইমিং ছাড়াও গোবিন্দা তার নাচের জন্য বলিউডে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন একটা সময়। এখন হয়তো তিনি খুব একটা সক্রিয় নন কিন্তু এখনো তাকে কোনো না কোনো খবরে অবশ্যই দেখা যায়। সম্প্রতি তিনি তার ভাইজি আরতি সিংহের বিয়েতে যোগ দেওয়ার কারণে উঠে এসেছিলেন খবরের শিরোনামে। তবে এবারে গোবিন্দা নয় বরং তার ছেলে যশবর্ধন হয়েছেন ভাইরাল। মাঝেমধ্যেই তাকে খবরের শিরোনামে দেখা যায়। নিজের চেহারার জন্য যশবর্ধন সবার মধ্যে বেশ জনপ্রিয়। তার পাশাপাশি বর্তমানে তার নাচের কারণেও সোশ্যাল মিডিয়াতে খবরও রয়েছেন এই স্টার কিড। বিভিন্ন অনুষ্ঠানে তার নাচ মানুষজন দেখেছে। তিনিও কিন্তু বাবার মত একজন ভালো ডান্সার। সম্প্রতি তার একটি নতুন নাচের ভিডিও সামনে এসেছে, যেখানে থাকে তার বাবার সাথে দুর্দান্ত নাচ করতে দেখা যাচ্ছে।

বাবাকে নাচে টক্কর দিলেন ছেলে

ভাইরাল হওয়া এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন একটি পার্টি চলাকালীন গোবিন্দা তার ছেলে যশবর্ধনের সাথে দুরন্ত নাচ করছেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে, গোবিন্দার হিট গান কুলি নাম্বার ওয়ান ছবির, গোরিয়া চুরানা মেরা জিয়া তারা দুজনে নাচ করছেন। এই গানটিতে যেমনভাবে দুরন্ত নাচ করছেন গোবিন্দা ঠিক একইভাবে নাচ করছেন তার ছেলে যশবর্ধন। বলতে গেলে সিনেমায় যেরকম ভাবে এই নাচটি ছিল ঠিক একই রকম ভাবে এখনো দুজনে নাচ করছেন। দুজনের নাচের যুগলবন্দী মানুষ খুব পছন্দ করছে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে উঠেছে বাবা-ছেলের এই নাচের ভিডিও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যশবর্ধনের ক্যারিয়ারের ব্যাপারে

যশবর্ধনের ব্যাপারে বলতে গেলে, তিনি কিন্তু তার বাবা গোবিন্দার মতই একইভাবে জনপ্রিয়। তার চেহারা দিক থেকে তিনি ইতিমধ্যেই বলিউডের বড় বড় তারকাদের টেক্কা দিতে শুরু করেছেন। তিনি এমন একজন তারকা পুত্র, যিনি খুব একটা লাইনলাইটে থাকতে পছন্দ করেন না। তবে বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়াতে সক্রিয় হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়াতে তার অনেক ড্যাসিং ছবি আপনি দেখতে পাবেন। বহুদিন ধরেই আলোচনা হচ্ছে, শীঘ্রই যশবর্ধন বলিউডে ডেভিও করবেন। তবে যশবর্ধন ক্যামেরায় আসার আগে ক্যামেরার পিছনের সমস্ত খুঁটিনাটি শিখে নিতে চান এবং তারপরেই কিন্তু ক্যামেরার সামনে কাজ করতে শুরু করবেন। বর্তমানে তিনি অভিনয় এবং নাচের প্রশিক্ষণ নিচ্ছেন, এবং নিজের বলিউডে ডেবিউয়ের জন্য অপেক্ষা করছেন।

 

View this post on Instagram

 

A post shared by Mixes Singh (@mi_xes1234)

About Author