Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

KGF-এ ভয়ঙ্কর ভিলেনের ভূমিকায় অভিনয় করেছিলেন যশের দেহরক্ষী

২০১৮ সালে মুক্তি পেয়েছিল কেজিএফ। এই ছবি রীতিমতো বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছিল। কেজিএফ প্রত্যাশার বাইরে গিয়ে ব্যবসা করেছিল বক্সঅফিসে। প্রশান্ত নীল পরিচালিত এই ছবি অভিনেতা যশকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দিয়েছিল। তবে…

Avatar

২০১৮ সালে মুক্তি পেয়েছিল কেজিএফ। এই ছবি রীতিমতো বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছিল। কেজিএফ প্রত্যাশার বাইরে গিয়ে ব্যবসা করেছিল বক্সঅফিসে। প্রশান্ত নীল পরিচালিত এই ছবি অভিনেতা যশকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দিয়েছিল। তবে অনেকেই হয়তো জানেন না এই ছবিতে মুখ্য খলনায়কের চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তিনি আর কেউ নন দক্ষিণী অভিনেতা যশের পুরনো দেহরক্ষী। প্রথম ছবিতেই ফাটিয়ে অভিনয় করেছিলেন তিনি, তা ছবি দেখলেই স্পষ্ট হবে।

২০১৮ থেকেই কেজিএফ মানুষের মন জয় করে নিয়েছে, তা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই। শোনা যায়, এই ছবিতে যিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি গত ১২ বছর ধরে অভিনেতার দেহরক্ষী হিসেবে কাজ করছিলেন। যশকে ছবির প্রস্তাব দিতে গিয়েই পরিচালকের চোখে পড়েছিল অভিনেতার দেহরক্ষী রামচন্দ্র রাজু। সেখানেই পরিচালক তাকে খলনায়কের চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তাব দিয়েছিলেন এবং সেই প্রস্তাব তিনি গ্রহণও করেছিলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

KGF-এ ভয়ঙ্কর ভিলেনের ভূমিকায় অভিনয় করেছিলেন যশের দেহরক্ষী

এই ছবিতে অভিনয় করার জন্য নিয়মিত শরীরচর্চা করতে হয়েছিল তাকে। পরিশ্রমের পাশাপাশি শারীরিক কসরতও তার সাফল্যের অন্যতম কারণ। ছবিতে তার চরিত্রের নাম ছিল গরুড়া। এই ছবিতে অভিনয় করার জন্য নিজের দাড়িও বাড়িয়েছিলেন তিনি। ‘কেজিএফ চ্যাপটার ১’ ভীষণভাবে প্রভাব ফেলেছিল দর্শকমহলে। তবে এরপরে এই ছবির সিক্যুয়ালও মুক্তি পেয়েছে, যা একইভাবে প্রভাব ফেলেছিল দর্শকদের উপর।

এই ছবিতে ২০১৮ সালে অভিনয় করার পর থেকেই রামচন্দ্র রাজুকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। অভিনেতা হিসেবে প্রথম ছবি দিয়েই নিজের পরিচিতি গড়ে নিয়েছিলেন তিনি। বর্তমানে একজন সফল অভিনেতা যশের এই দীর্ঘদিনের দেহরক্ষী। বর্তমানে তিনি মালায়ালাম, তেলেগু, তামিল ইত্যাদি ভাষায় একাধিক ছবিতে অভিনয় করে ফেলেছেন।

উল্লেখ্য, ‘কেজিএফ’এর সাথেই বড়পর্দায় মুক্তি পেয়েছিল বলিউডের কিং খানের ‘জিরো’। ছবিতে শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করতে দেখা গিয়েছিল অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফকে। সেইসময় কেজিএফ রীতিমতো টেক্কা দিয়েছিল কিং খানের ‘জিরো’কে। সেই থেকেই দক্ষিণী ছবি এক অন্যমাত্রা পেতে শুরু করেছিল। বর্তমানে দক্ষিণী তারকারা রীতিমতো ছাপিয়ে যাচ্ছে বলিউডের একাধিক তারকাকে, তা আর বলার অপেক্ষা রাখে না।

About Author