Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Nusrat-Yash: নতুন বছর উদযাপনে গোয়াতে যশ-নুসরত, সাদা শর্ট ড্রেসে সেক্সি লুকে ঈশানের মাম্মা

২০২১ সাল জুড়ে টলিউড ইন্ডাস্ট্রির পেজ থ্রি জুড়ে সবচেয়ে বেশি চর্চায় থেকেছেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। গত বছরে এই সময় প্রেমিম যশের হাত ধরে রাজস্থানে রোড ট্রিপে গিয়েছিলেন নুসরত।…

Avatar

By

২০২১ সাল জুড়ে টলিউড ইন্ডাস্ট্রির পেজ থ্রি জুড়ে সবচেয়ে বেশি চর্চায় থেকেছেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। গত বছরে এই সময় প্রেমিম যশের হাত ধরে রাজস্থানে রোড ট্রিপে গিয়েছিলেন নুসরত। আর তা খবরে আসার পর পর নুসরত-নিখিলের বিয়ে ভাঙনে খবর সামনে চলে আসে। এরপর সময় যত গড়িয়েছে ততই জটিল হয়েছে যশ-নুসরত-নিখিলের ত্রিকোণ প্রেমের কাহিনি। এরপরেই জুন মাস আসতে নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে।

এখন অবশ্য আর কোনও রাখঢাক নেই। নিখিলের সঙ্গে নুসরতের বিয়ে বৈধ নয়, তা স্পষ্ট জানিয়ে দিয়েছে কোর্ট। অন্যদিকে গত ২৬শে অগস্ট ফুটফুটে প্রথম সন্তানের মা হয়েছেন নুসরত জাহান। আর ছেলের জন্মের পর সদর্পে ঘোষণা করেছেন ঈশানের পিতা হলে৷ যশ দাশগুপ্ত। একপ্রকার বলা যেতে পাতে এও এক বছরে অনেকটাই পালটে গিয়েছে যশরতের সম্পর্কের রসায়নও। এমনকি যশরত নিজেদের স্বামী স্ত্রী বলে স্বীকার করে নিয়েছেন। একপ্রকার কঠিন সময় পেরিয়ে এসেছেন যশরত। তাই নতুন বছরের আনন্দ নিজেদের মতো করে উপভোগ করে নিতে চান দুজনে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তাই তো ফের বর্ষশেষের মুহূর্তে একবার নুসরতের হাত ধরে তিলোত্তমা ছেড়েছেন অভিনেতা যশ। দু-দিন আগেই সোশ্যাল মিডিয়ায় এয়ারপোর্ট লুকের ছবি তুলে ধরেছিলেন এই কুল দম্পতি। কিন্তু কোথায় যাচ্ছেন তাঁরা, সেই ব্যপার নিয়ে স্পিকটি নট। তবে যতই লুকোচুরি করুক না কেব ধরা পড়ে গেলেন নুসরত-যশ। ২০২১-কে চিরতরে বিদায় আর ২০২২-কে স্বাগত জানাতে যশের হাত ধরে এই মুহূর্তে গোয়াতে রয়েছেন নুসরত। অভিনেত্রী সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এদিন যে সমুদ্র সৈকতের ভিডিয়ো পোস্ট করেছেন আর তাই বলে দিচ্ছে এই মুহূর্তে এই লাভ বার্ডস গোয়ায় রয়েছেন।

এছাড়া তন্দুরি চা বানানোর একটি ভিডিও অভিনেত্রী নিজের ইনস্টা স্টোরিতে পোস্ট করেন৷ আর তা দেখে আন্দাজ করা হচ্ছে এই মুহূর্তে তাজ ফোর্ট আগুয়াডা রিসর্ট অ্যান্ড স্পা-তে সময় কাটাচ্ছেন যশরত।  এমনকি নিউ ইয়ার্রের পার্টির জন্য ঈশানের মাম্মা সাজলেন সাদা অফ শোল্ডার ড্রেসে। সাথে গলায় সোনালি মোটা চেন, খোলা চুল, হাত ভর্তি গোলাপের তোড়া, মুখে একগাল হাসি নিয়ে পোজ দিচ্ছেন নুসরত। আর ব্যাকগ্রাউন্ডের সাজসজ্জা দেখলেই মনে হবে জমকালো পার্টির আয়োজন করা হয়েছে। অভিনেত্রীর এই ছবি দেখে অনেকে প্রশংসা করেছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।


 

 

About Author