Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

যশকে গোলাপ দিয়ে শুভেচ্ছা মিমির, সাথে একগাল চুমু, ‘ভাইরাল হল ভিডিও

এইবছর পুজোতে মুক্তি পাচ্ছে অভিনেত্রী এণা সাহার প্রযোজনা সংস্থা জারেক এন্টারটেনমেন্ট ও প্রত্যুষ প্রোডাকশনের যৌথ প্রযোজনায় তৈরী হওয়া ফিল্ম ‘SOS KOLKATA ‘। এই ফিল্মে মূল ভূমিকায় অভিনয় করেছেন,অভিনেতা যশ দাশগুপ্ত,…

Avatar

এইবছর পুজোতে মুক্তি পাচ্ছে অভিনেত্রী এণা সাহার প্রযোজনা সংস্থা জারেক এন্টারটেনমেন্ট ও প্রত্যুষ প্রোডাকশনের যৌথ প্রযোজনায় তৈরী হওয়া ফিল্ম ‘SOS KOLKATA ‘। এই ফিল্মে মূল ভূমিকায় অভিনয় করেছেন,অভিনেতা যশ দাশগুপ্ত, অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ফিল্মের টিজার।একইসাথে বুধবার ভাইরাল হয়েছে এই ফিল্মের গান ‘ঠিক ভুল ভুলে আমি’।

গানটিতে দেখা যাচ্ছে ,অফিসে ঢোকার সময় যশকে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাতে যান পুলিশকর্মীরা। যশ রীতিমত অবাক হয়ে যান।কিন্তু অফিসে নিজের ঘরে ঢুকতেই তিনি দেখেন একগুচ্ছ গোলাপ হাতে দাঁড়িয়ে মিমি।এই ছবিতে যশ অভিনয় করছেন অ্যান্টি টেররিজম স্কোয়াডের অফিসারের ভূমিকায় এবং মিমি তাঁর স্ত্রী। গানটির রচনাকার ও সুরকার প্রতীক কুন্ডু এবং গানটি গেয়েছেন অন্বেষা দত্তগুপ্ত। এই গানে যশ ও মিমির অভিনব রসায়ন নেটিজেনদের মন কেড়ে নিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ফিল্মে মিমি ছাড়াও অভিনয় করেছেন নুসরত জাহান। সাংসদ হওয়ার পর এই প্রথম দুই অভিনেত্রীকে ফিল্মে একসাথে অভিনয় করতে দেখা যাবে। পরিচালক অংশুমান প্রত্যুষ পরিচালিত এই ছবিতে প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছেন এণা সাহা।এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়,রাজকুমার পাত্র প্রমুখ।

About Author