টলিউডবিনোদন

Nusrat-Yash:প্রথমবার নুসরত-পুত্রকে নিয়ে কথা বললেন যশ দাশগুপ্ত, ঈশানের ডাকনাম ফাঁস করলেন অভিনেতা

Advertisement
Advertisement

গত ২৬ শে আগস্ট ফুটফুটে রাজপুত্রের জন্ম দিয়েছেন অভিনেত্রী তথা সাংসদ। ছেলেকে আদর করে নাম দিয়েছেন ঈশান। নুসরতের মা হওয়ার কথা প্রকাশ্যে আসতেই প্রশ্ন এসেছিল তাঁর শিশুর বাবা কে? অবশ্য হাজার বিতর্ক শুনেও নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন অভিনেত্রী। এমনকি হাসপাতালে সন্তান জন্মের সময় ফর্মে বাবার নাম উল্লেখ করেননি। নিজের পরিচয়ে ঈশানকে বড় করতে চান অভিনেত্রী। অবশেষে ঈশানের বাবার কথা উল্লেখ করেছেন।

Advertisement
Advertisement

ছেলের জন্মের পর প্রথম মাতৃত্বের স্বাদ চেটেপুটে নিচ্ছেন অভিনেত্রী। তবে অভিনেত্রীর এই জার্নিতে পাশে পেয়েছেন অভিনেতা যশকে। তবে ঈশানের বাবা যশ তা এখনো স্পষ্ট না করলেও সম্প্রতি একটি স্যালোর উদ্বোধনী অনুষ্ঠানে ঈশানের বাবার নাম জিজ্ঞাসা করাতে অভিনেত্রী উত্তরে বলেন, ‘এটা একটা কঠিন প্রশ্ন, কারণ এটা কারুর চরিত্রে দাগ লাগিয়ে দেয়, বাবা জানেন বাবা কে, আমারা খুব ভালো সময় কাটাচ্ছি বাবা-মা হিসাবে। যশ এবং আমার দারুণ সময় কাটছে’। এখানেই শেষ নয়, নুসরত আরো বলেন, ছেলেকে নিয়ে ‘ভীষণ প্রোটেক্টিভ বাবা’। তিনি চাইলে, তবেই ছেলের মুখ সকলে দেখতে পাবে।

Advertisement

Advertisement
Advertisement

নুসরত-পুত্র ঈশানের জন্মের পর সংবাদমাধ্যমে যশ জানিয়েছিলেন মা ও ছেলে পুরোপুরি সুস্থ আছেন। এরপর আর কোনো কথা বলতে দেখা যায়নি। তবে এবার ঈশানকে নিয়ে প্রথমবার প্রকাশ্যে কথা বললেন অভিভাবক যশ দাশগুপ্ত। সোমবার থেকেই যশ নিজের পরবর্তী নতুন ছবি ‘চিনেবাদাম’ এর শ্যুটিং নিয়ে বেজায় ব্যস্ত আছে। একদিকে ছবির শ্যুটিং আর বাড়িতে ঈশান দুই ব্যালেন্স সময় কাটছে তাঁর। এইদিন সংবাদমাধ্যমে যশ বলেন একরত্তি ঈশানকে কি নামে ডাকেন?

অভিনেতা এই দিন সংবাদমাধ্যমে জানান, তিনি একরত্তিকে ঈশান নামেই ডাকছেন। এই নামটা তিনি আর নুসরত যৌথভাবে ভেবে ঠিক করেছেন। তবে ওর একটা ডাকনামও দেওয়া হয়েছে তা হল ‘অংশ’। তবে ঈশান নাম টা তাঁর বেশি পছন্দ। তবে এই নামটা অনেকে পছন্দ করেছেন। উল্লেখ্য, যেদিন নুসরত আর ঈশান হাসপাতাল থেকে বাড়ি এসেছিলেন, সেই দিন সমস্ত ভিড় থেকে ছোট্ট ঈশানকে আড়াল করে নিজের কোলে নিয়ে গাড়িতে উঠেছিলেন যশ। হাসপাতাল হোক কিংবা বাড়ি দুই জায়গাতে নতুন পুত্র আর নবজাতকের যত্ন নিচ্ছেন যশ।

 

Advertisement

Related Articles

Back to top button