Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রেলের অভিনব ভাবনা, যোমরাজকে পাঠাল পাতালে

শ্রেয়া চ্যাটার্জি : পশ্চিম রেলওয়ের রেললাইনে দুর্ঘটনা বাঁচাতে একটি নতুন চিন্তাভাবনা শুরু করে। হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী যমরাজ মৃত্যুর দেবতা। তবে যমরাজ কিন্তু এখানে জীবনকে কেড়ে নিতে আসেননি। তিনি এখানে…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি : পশ্চিম রেলওয়ের রেললাইনে দুর্ঘটনা বাঁচাতে একটি নতুন চিন্তাভাবনা শুরু করে। হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী যমরাজ মৃত্যুর দেবতা। তবে যমরাজ কিন্তু এখানে জীবনকে কেড়ে নিতে আসেননি। তিনি এখানে এসেছেন রেললাইনের ওপর দিয়ে যারা রাস্তা পার হন তাদেরকে কাধে তুলে তাদের জীবনকে বাঁচাতে। অভিনব এই চিন্তাভাবনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সাথে সাথেই ২২ ঘন্টার মধ্যে ৮০০ শেয়ার হয়ে যায়।

আমরা অনেকেই ট্রেন লাইন পার করার সময় ওভারব্রিজ ব্যবহার করিনা। কানে হেডফোন লাগিয়ে কথা বলতে বলতে বা গান শুনতে শুনতে রাস্তা পার হওয়ার অভ্যাসটা আমাদের অনেকেরই আছে। তাই এমন অভিনব উদ্যোগ। মৃত্যুর দেবতা হওয়ার হলেও যমরাজ এখানে পরিত্রাতা। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই আইডিয়াটি অভিনব।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author