Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

টেনশন ছাড়ুন, বাইকের থেকেও কম দামে ইলেকট্রিক গাড়ি, বিদেশে নয় ভারতেই পাওয়া যাচ্ছে

দেশে বৈদ্যুতিক গাড়ির চাহিদা ক্রমাগত বাড়ছে। পেট্রল ও ডিজেলের সঙ্গে মানুষের মন এখন আসছে বৈদ্যুতিক গাড়ির দিকে। তবে ইলেকট্রিক গাড়ির দাম বেশি হওয়ায় সেগুলো কেনার আগে মানুষকে ভেবে দেখতে হচ্ছে।…

Avatar

দেশে বৈদ্যুতিক গাড়ির চাহিদা ক্রমাগত বাড়ছে। পেট্রল ও ডিজেলের সঙ্গে মানুষের মন এখন আসছে বৈদ্যুতিক গাড়ির দিকে। তবে ইলেকট্রিক গাড়ির দাম বেশি হওয়ায় সেগুলো কেনার আগে মানুষকে ভেবে দেখতে হচ্ছে। আপনিও যদি ইলেকট্রিক গাড়ি কিনতে চান, কম বাজেটে তাহলে টেনশন ছেড়ে দিন। কারণ এখন সবচেয়ে সস্তা গাড়ি চলে এসেছে বাজারে। এই বৈদ্যুতিক গাড়ির দাম দুই লক্ষ টাকারও কম। ইয়াকুজা ইভি বাজারে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করেছে।

হরিয়ানার সিরসার বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থা ইয়াকুজা দেশের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি ইয়াকুজা কারিশমা এনেছে। জানা গিয়েছে, এই গাড়ির এক্স-শোরুম মূল্য মাত্র ১.৭০ লক্ষ টাকা। এই গাড়িটি অনেক স্পোর্টস বাইকের চেয়েও সস্তা। দেশের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়িতে সহজেই বসতে পারবেন তিনজন। এর লুক ও ডিজাইনও বেশ আকর্ষণীয়। গাড়িটিতে এলইডি ডিআরএল, প্রজেক্টর হেডল্যাম্প, এলইডি ফগ ল্যাম্প, ব্রড গ্রিল, ক্রোম ডোর হ্যান্ডেল, কানেক্টেড এলইডি টেলল্যাম্প, পাওয়ার উইন্ডো এবং বোতল হোল্ডারের মতো বৈশিষ্ট্য রয়েছে। আপনি গাড়িতে সানরুফও উপভোগ করতে পারেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Yakuza Karishma

শুধু তাই নয়, পুশ স্টার্ট/স্টপ বাটন, স্পিকার, ব্লোয়ার, ইনস্ট্রুমেন্ট ডিসপ্লে এবং রিভার্স পার্কিং ক্যামেরার মতো ফিচার পাবেন এই গাড়িতে। ইয়াকুজা বৈদ্যুতিক গাড়িটি 60V42Ah ব্যাটারি দ্বারা চালিত। একবার ফুল চার্জ দিলে এই গাড়িটি ৫০-৬০ কিলোমিটার সময় নিতে পারে। গাড়িটি ৬-৭ ঘন্টার মধ্যে ০ থেকে ১০০ শতাংশ চার্জ হতে পারে। বৈদ্যুতিক গাড়ি চার্জ করার জন্য টাইপ টু চার্জার সরবরাহ করা হয়। আপনিও যদি এই গাড়িটি আপনার বাড়িতে আনতে চান তবে আপনি ইয়াকুজা ইভির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে এটি বুক করতে পারেন।

About Author