বিগত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে রাজা মৌলীর RRR সিনেমার ‘নাটু নাটু’ গানটি। সোশ্যাল মিডিয়ার যেকোনো পেজ খুললেই এই গানের ক্লিপ দেখা যায় খুব সহজেই। বাচ্চা হোক কিংবা বুড়ো, অধিকাংশ ভারতীয় মেতে উঠেছে এই গানের সুরে। শুধু ভারতীয়রাই নন, ‘নাটু নাটু’ গানে বিভিন্ন সময় পারফরমেন্স করতে দেখা গেছে তারকা ক্রিকেটার থেকে শুরু করে তারকা ফুটবলারদের।
তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ক্লিপটি ভাইরাল হচ্ছে তা দেখে নিঃসন্দেহে অবাক হবেন আপনি। কারণ এবার কোন সাধারণ মানুষ নয়, বরং দক্ষিণী সিনেমার এই জনপ্রিয় গানে ডান্স করলেন WWE-এর কুস্তিগীররা। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেনা আপনি? তবে এই নিবন্ধে আমরা আপনাদের বলি, epicwrestlingmoments নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি আপলোড করা হয়েছে। যেখানে বিশ্ব বিখ্যাত কুস্তিগীরদের ‘নাটু নাটু’ গানে পারফরমেন্স করতে দেখা গেছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
আমরা আপনাদের বলে রাখি, ইনস্টাগ্রামে শেয়ার হওয়া কয়েক সেকেন্ডের এই ভিডিওতে চারজন কুস্তিগীরকে একে অন্যের গলা জড়িয়ে ধরে নাচতে দেখা গেছে। যার ব্যাকগ্রাউন্ডে শোনা গেছে RRR সিনেমার জনপ্রিয় গান ‘নাটু নাটু’। ভিডিওতে দেখা যাচ্ছে, নিতন্ত মজার ছলে স্টেজের উপর পারফরম্যান্স করছেন চার কুস্তিগীর। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করার সময় একটি লম্বা বার্তাও লেখা হয়েছে। যেখানে ঐ ব্যক্তি লিখেছেন,”এরাই হল সুপার ফ্যান”। ভিডিওটি ইতিমধ্যে ১০ লক্ষের বেশি ভিউ পেয়েছে। যার মধ্যে ৬ লক্ষের বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছেন। যেখানে একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন, “এটি তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য গর্বের মুহূর্ত।”