তবে বিশাল চাপের মধ্যেও গতকাল ক্রিকেটের সবুজ গ্রাউন্ডে এমন একটি ঘটনা ঘটেছে, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে। গতকাল বিরাট কোহলি এবং শুভমান গিল বেশিরভাগ সময় স্লিপে ফিল্ডিং করছেন। যেখানে তাদের মধ্যে একাধিকবার খুনসুটি হতে দেখা গেছে। ম্যাচের একটি সময়ে বিরাট কোহলি হঠাৎ করেই শুভমান গিলের ‘বিশেষ জায়গায়’ হাত দিতে যান। সব মানুষের মত এদিন দেখা গেছে, শুভমান গিল বিরাটের স্পর্শ থেকে নিজের বিশেষ জায়গা বাঁচাতে হাত দিয়ে আড়াল করছেন। ভিডিওটি নেট পাড়ায় ছড়িয়ে পড়তেই সেটি দেখে হাসির রোল উঠেছে নেটিজেনদের মধ্যে।😭😭😭 pic.twitter.com/xPxBuVwwHi
— whyrat käwhli (@anubhav__tweets) June 10, 2023
WTC Final 2023: শুভমান গিলের ‘বিশেষ জায়গায়’ হাত দিলেন কোহলি! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
টেস্ট বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে সুদূর ইংল্যান্ডের মাটিতে লড়াই করছেন বিরাট কোহলিরা। শেষ দিনে ভারতের সামনে জয়ের জন্য প্রয়োজন ২৮০ রান। যেখানে ভারতের হাতে রয়েছে ৬টি মূল্যবান উইকেট। এখনও…

আরও পড়ুন