Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাড়িতে ধনসম্পদে ভরিয়ে তুলতে এই দেবীর আরাধনা করুন! দেখুন তারপর কি হয়!

হিন্দু শাস্ত্র মতে তেত্রিশ কোটি দেব দেবী রয়েছেন। মাতৃশক্তির সবথেকে শক্তিশালী রূপ মা তারার রুপ। পৌরাণিক মতে মা তারার আবির্ভাব ঘটেছিল সমুদ্রমন্থনের কালে। সমুদ্র মন্থনের সময় সমুদ্রগর্ভ থেকে উঠে এসেছিল…

Avatar

হিন্দু শাস্ত্র মতে তেত্রিশ কোটি দেব দেবী রয়েছেন। মাতৃশক্তির সবথেকে শক্তিশালী রূপ মা তারার রুপ। পৌরাণিক মতে মা তারার আবির্ভাব ঘটেছিল সমুদ্রমন্থনের কালে। সমুদ্র মন্থনের সময় সমুদ্রগর্ভ থেকে উঠে এসেছিল বিষ। সেই বিষপান করে মহাদেব চেতনা হারিয়ে ফেলেছিলেন।

চেতনা ফিরিয়ে আনতে মাতা পার্বতী মহাদেবকে দুধ পান করানোর জন্য তারা মায়ের রূপে আবির্ভূত হন। তারপর থেকেই হিন্দু শাস্ত্রে তারা মায়ের রূপকে পুজো করে আসছেন লক্ষ্য লক্ষ্য মানুষ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তারা মায়ের মন্ত্র নিয়মিত পাঠ করলে জীবনে সুখ সমৃদ্ধি উপচে পড়ে। এমনটাই মানুষের বিশ্বাস। প্রতিদিন শুদ্ধ চিত্তে মা তারার আরাধনা করুন। নিয়মিত মা তারার আরাধনা করলে ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটে।

বৃহস্পতি গ্রহের দোষ থাকলে মা তারার মন্ত্র জপ করুন। নিয়মিত তারা মায়ের মন্ত্র পাঠ করলে বৃহস্পতি গ্রহের দোষ কেটে যায়। জ্যোতিষ বিশেষজ্ঞরা জানাচ্ছেন নিয়মিত মা তারার আরাধনা করলে জীবনে অর্থের উন্নতি ঘটে। শুদ্ধমনে একান্ত চিত্তে রোজ নিয়ম করে মা তারার মন্ত্র পাঠ করুন। এতে জীবনের সকল সমস্যার সমাধান হবে।

About Author