Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চীন থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বের বড় বিনিয়োগকারীরা, এটা ভারতের কাছে বড় সুযোগ: নীতিন গড়করি

"করোনার ফলে বিশ্বের সমস্ত দেশের আর্থিক অবস্থায় এই মুহূর্তে খারাপ। তবে এই অবস্থায় কোনো দেশই আর চীনের সাথে ব্যবসা করতে চাইছে না। এটা ভারতের কাছে আশীর্বাদ হতে পারে", এমনটাই মনে…

Avatar

“করোনার ফলে বিশ্বের সমস্ত দেশের আর্থিক অবস্থায় এই মুহূর্তে খারাপ। তবে এই অবস্থায় কোনো দেশই আর চীনের সাথে ব্যবসা করতে চাইছে না। এটা ভারতের কাছে আশীর্বাদ হতে পারে”, এমনটাই মনে করেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী নীতিন গড়করি। এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। করোনা পরিস্থিতিতে চীনের থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরা। এই পরিস্থিতিতে ভারতের কাছে বিশাল বড় সুযোগ বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করার।

নীতিন গড়করি আরও বলেন, “চীনের প্রতি বড় বড় বিনিয়োগকারীদের আগ্রহ কমার আর একটি বড় কারণ হচ্ছে জাপানের কৌশল। জাপান চীন থেকে বিশ্বের বড় বড় বিনিয়োগকারীদের সরাতে ২০০০ কোটি ডলার পর্যন্ত খরচ করতে তৈরি। আর এইজন্যই বিনিয়োগকারীদের চীনের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে, এবং ভারত এই সুযোগটা নেওয়ার জন্য প্রস্তুত। ভারত ও জাপানের সম্পর্ক ভালো, তাই দুই দেশ সমন্বয় সাধন করলে আমরা অনেক টাকার বিনিয়োগ টানতে পারবো। ইউরোপ থেকে বিনিয়োগকারীরা ভারতে বিনিয়োগ করার জন্য উৎসাহ পেতে পারে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই সাক্ষাৎকারে লকডাউনের ফলে তৈরি হওয়া অভিবাসন সমস্যা নিয়েও মুখ খোলেন মন্ত্রী। তিনি বলেছেন, লক্ষ লক্ষ আটকে পড়া শ্রমিক যদি ফিরতে থাকে তাহলে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। এর পাশাপাশি এদিন গড়করি পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখিয়েছেন তা পূরণ করা সম্ভব বলেও জানিয়েছেন। এদিকে ইতিমধ্যেই বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৮ লক্ষ। মৃত্যু হয়েছে প্রায় ২ লক্ষ মানুষের।

About Author