Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

World Bank: রাজ্য সরকারি প্রকল্পগুলিকে সাহায্য, মহিলাদের জন্য তৈরি প্রকল্পে অর্থ দিতে পারে বিশ্ব ব্যাংক

কন্যাশ্রী এবং রূপশ্রী মতো বেশ কিছু প্রকল্প ইতিমধ্যেই বিশ্বের দরবারে স্বীকৃত হয়ে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে রাজ্যের মহিলাদের ক্ষমতায়নে নেওয়া একটি প্রকল্পে আর্থিক সাহায্য করতে চাইছে বিশ্ব ব্যাংক। মহিলাদের…

Avatar

By

কন্যাশ্রী এবং রূপশ্রী মতো বেশ কিছু প্রকল্প ইতিমধ্যেই বিশ্বের দরবারে স্বীকৃত হয়ে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে রাজ্যের মহিলাদের ক্ষমতায়নে নেওয়া একটি প্রকল্পে আর্থিক সাহায্য করতে চাইছে বিশ্ব ব্যাংক। মহিলাদের সামাজিক সুরক্ষার জন্য তৈরি করা উমেন এম্পাওয়ার্মেন্ট এন্ড ইনক্লুসিভ সোশল প্রটেকশন প্রগ্রামে ১২.৫ কোটি মার্কিন ডলার ইনভেস্ট করতে চলেছে বিশ্ব ব্যাংক।

বিগত কয়েক বছরে অর্থনৈতিক ক্ষেত্রে রাজ্যে দুর্দান্ত বৃদ্ধি ঘটেছে। দেশের সম্পূর্ণ গড় বৃদ্ধির হারকেও ছাপিয়ে গিয়েছে রাজ্যের বৃদ্ধির হার। ২০১৭-১৮ সালে যেখানে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার ছিল ৭.২ শতাংশ, সেখানে রাজ্যের বৃদ্ধির হার ছিল ৮.৯ শতাংশ। ২০১৮-১৯ সালে এই বৃদ্ধির হার যেখানে দেশে ছিল যেখানে দেশের বৃদ্ধি ছিল ৬.৮ শতাংশ, সেখানে রাজ্যে বৃদ্ধির হার ছিল ১২.৬ শতাংশ। অন্যদিকে রাজ্যের বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে ২.৬ শতাংশ হারে। মহিলাদের কাজে যোগ দেওয়া বা ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন রাজ্যে অনেকটা কম রয়েছে। এই কারণেই ক্রমবর্ধমান বয়স্ক মানুষের পরিচর্যা, পেনশন এবং অন্যান্য বিভিন্ন কারণে মহিলাদের কাজে অংশগ্রহণ করানো অত্যন্ত প্রয়োজন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে ইতিমধ্যেই রাজ্যের মহিলাদের উন্নয়নের জন্য এক গুচ্ছ প্রকল্প গ্রহণ করেছে রাজ্য সরকার। সাধারণ মহিলাদের প্রত্যেক মাসে 500 টাকা, এবং তপশিলি জাতি উপজাতি মহিলাদের প্রতি মাসে হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। পাশাপাশি বিধবা ভাতা এবং স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড মহিলাদের নামে করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার চাইছে, যেন রাজ্যের মহিলারা এবারে নিজেরা নির্ভরশীল হতে পারেন। রাজ্যের মহিলাদের সামাজিক অবস্থান নিয়ে প্রতিকূলতার মধ্যে যেতে না পড়তে হয় সেই নিয়ে প্রত্যেকদিন নতুন নতুন প্রকল্প গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে বিশ্বব্যাংকের তরফ থেকেও টাকা বিনিয়োগ করা হচ্ছে মমতার প্রকল্পের জন্য।

About Author