Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সোমবার থেকে বেশ কিছু ক্ষেত্রে শুরু হচ্ছে কাজ, জানাল কেন্দ্র

করোনা ভাইরাসের করাল গ্রাস থেকে দেশবাসীকে বাঁচাতে ৩ রা মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশ্য সেদিনই তিনি জানিয়েছিলেন ২০ শে এপ্রিলের পর বেশ কিছু ক্ষেত্রে শিথিল করা…

Avatar

করোনা ভাইরাসের করাল গ্রাস থেকে দেশবাসীকে বাঁচাতে ৩ রা মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশ্য সেদিনই তিনি জানিয়েছিলেন ২০ শে এপ্রিলের পর বেশ কিছু ক্ষেত্রে শিথিল করা হবে লকডাউনের নিয়মকানুন। ছাড় দেওয়া কৃষির মতো গুরুত্বপূর্ণ বেশ কিছু ক্ষেত্রকে। কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, শিল্প – বাণিজ্য থমকে গেলে মুখ থুবড়ে পড়তে পারে দেশের অর্থনীতি। তাই ছাড় দেওয়া হতে পারে শিল্পক্ষেত্রকেও।শনিবার নতুন করে সংশোধিত তালিকা প্রকাশ করলো কেন্দ্র। সোমবার থেকে কোন কোন ক্ষেত্র কাজে ফিরতে চলেছে তা জানিয়ে দেওয়া হয়েছে এই তালিকায়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্যের উপরই ন্যস্ত করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় মন্ত্রীসভার তৈরী করা তালিকা থেকে বেছে নিয়ে বিভিন্ন ক্ষেত্রকে সচল করার উদ্যোগ নিতে পারে রাজ্য সরকার। রাজ্যের সদিচ্ছার উপরই নির্ভর করছে কোন কোন ক্ষেত্রে কর্মমুখরতা ফিরতে চলেছে সেটা।এদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের বাড়িতে ৪ ঘন্টা ব্যাপী দীর্ঘ আলোচনার শেষে কেন্দ্রীয় মন্ত্রীসভা কোন কোন ক্ষেত্রকে ছাড় দেওয়া হবে সে বিষয়ে একটি তালিকা প্রকাশ করে। ৫০ শতাংশ উপস্থিতি সহ কৃষিক্ষেত্রকে সচল করার পাশাপাশি, ছাড় দেওয়া হয়েছে দেশের সীমানার মধ্যে মৎস্য সংগ্রহ, পশুপালন ও বনজ দ্রব্য সংগ্রহকে। তথ্যপ্রযুক্তি শিল্পের পাশাপাশি ছাড় দেওয়া হয়েছে ই-কমার্স সংস্থাগুলোকেও। নন-ব্যাংকিং সেক্টর, ক্ষুদ্র ও কুটিরশিল্প সহ বেশ কিছু বেসরকারি সংস্থার অফিস খোলার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে।তবে, মেনে চলতে হবে সরকারি বিধিনিষেধ, বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। অবশ্য, কোন ভাবেই কোনরকম ছাড় দেওয়া হচ্ছে না সংক্রামিত এলাকার জন্য।
About Author