Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সীমান্ত নিয়ে মতবিরোধ থাকলেও যুদ্ধ চায় না তারা, স্পষ্ট জানালো চীন

লাদাখ নিয়ে এবার সুর নরম করলো চীন, স্পষ্ট করে জানালো সীমান্ত নিয়ে মতভেদ থাকলেও ভারতের সঙ্গে কোনোরকম যুদ্ধ তারা চায় না। লাদাখ এবং সিকিম সীমান্তে প্রায় মাসখানেক ধরেই যুদ্ধের পরিস্থিতি…

Avatar

লাদাখ নিয়ে এবার সুর নরম করলো চীন, স্পষ্ট করে জানালো সীমান্ত নিয়ে মতভেদ থাকলেও ভারতের সঙ্গে কোনোরকম যুদ্ধ তারা চায় না। লাদাখ এবং সিকিম সীমান্তে প্রায় মাসখানেক ধরেই যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। মোতায়েন রাখা হয়েছিল হাজার হাজার সেনা, সাথে আধুনিক অস্ত্রসমূহ।

তবে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্দেশ্যে গত শনিবার চীনের মালডো এলাকায় লালফৌজের সেনাঘাঁটিতে ভারত ও চীন সেনার লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের বৈঠক হয়। এরপর যদিও দুই দেশের পক্ষ থেকে কোনো সমাধানসুত্র বের করা হয়নি কিন্তু দুই পক্ষই বেশ কয়েকটি বিকল্পের প্রস্তাব দিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই প্রস্তাব গুলিকে বৈঠকের ইতিবাচক দিক হিসেবে ধরা হচ্ছে। অন্যদিকে শনিবারের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশের মধ্যে যে ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্ক বজায় রাখতে চেয়েছেন সেই বিষয়েও দুই দেশই একমত হয়েছে। তাই যে কোনো পরিস্থিতিতেই যুদ্ধ করবে না চীন। এছাড়াও সমস্যা মেটাতে আরও বেশি করে আলোচনা করতে রাজি তারা।

এই বিষয়ে সোমবার চীনের বিদেশমন্ত্রকের তরফে সরকারিভাবে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “গত ৬ই জুন ভারত ও চীনের সেনাবাহিনীর বৈঠকে দু’পক্ষের মধ্যে সন্তোষজনক আলোচনা হয়েছে। দুই দেশই সামরিক এবং কূটনৈতিকভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছে। দুই দেশের রাষ্ট্রনেতারা একসঙ্গে যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত আমাদের মেনে চলতে হবে। মতবিরোধকে বিবাদে পরিণত হতে দেওয়া যাবে না।”

About Author