Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এই গোপন বিষয় গুলি নারীরা কখনোই তাদের পুরুষ সঙ্গীর কাছে প্রকাশ করেন না!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : কথায় বলে লজ্জাই নারীর ভূষণ। মেয়েদের লজ্জা সবসময়ই একটু বেশি থাকে। কিন্তু মেয়েরা এমন কিছু বিষয় আছে যেগুলো কোনো ছেলের কাছেই প্রকাশ করেনা।…

Avatar

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : কথায় বলে লজ্জাই নারীর ভূষণ। মেয়েদের লজ্জা সবসময়ই একটু বেশি থাকে। কিন্তু মেয়েরা এমন কিছু বিষয় আছে যেগুলো কোনো ছেলের কাছেই প্রকাশ করেনা। সেগুলো তাদের নিজেদের কাছেই সিক্রেট থাকে। যত সমস্যাই হোক না কেনো সেগুলো তারা কোনোভাবেই প্রকাশ করেনা। তেমনই কিছু সিক্রেট কথা জেনে নিন, যেগুলো আজ পর্যন্ত কোনো মেয়েই তার পুরুষ সঙ্গীর কাছে প্রকাশ করেনা। ‘চেঞ্জপোস্ট’ নামে একটি ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী এই চারটি বিষয়, যেগুলো মেয়েরা কারও সাথেই শেয়ার করে না, এমনকি তার প্রিয় পুরুষ সঙ্গীর কাছেও না!

১. মেয়েরা কাকে পছন্দ করেন না, কাকে ঈর্ষা করেন একথা কখনোই পরিষ্কার করে বলেন না। তাদের যতই ঘনিষ্ঠ কেউ এই বিষয়ের অবতারণা করুক না কেনো এই বিষয়টা তারা সবসময়ই এড়িয়ে চলার চেষ্টা করেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২. মেয়েরা তাদের পুরুষ সঙ্গীর সাথে ঘনিষ্ঠ মুহুর্তে এমন কিছু কারণে অস্বস্তি বোধ করে যা তারা তাদের পুরুষ সঙ্গীকে বলতেই পারে না। এই বিষয়টা মেয়েরা রীতিমতো চেপে যান। এগুলো কখনোই তার পুরুষ সঙ্গীর কাছে তারা প্রকাশ করেননা।

৩. মেয়েরা পুরুষদের কাছে তাদের প্রসাধন, ফেসিয়াল, ওয়াক্সিং এর মতো বিষয় গুলি চেপে যান। তার যতই কাছের মানুষ হোক না কেনো এটা তারা কখনোই খোলাখুলি ভাবে একজন পুরুষের কাছে প্রকাশ করেন না।

৪. মাথার চুল পেকে যাওয়া একটি খুবই বিব্রতকর অবস্থা। মেয়েরা তাদের মাথার চুল পাকলে কখনোই তা তাদের পুরুষ সঙ্গীকে জানান না। নিজেরাই চুলের স্বাভাবিক রঙ ফিরিয়ে আনতে কোনো না কোনো ব্যবস্থা করে নেন।

About Author