Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

যুগান্তকারী ঘটনা, যুদ্ধ জাহাজে যোগ দিচ্ছেন দুই মহিলা অফিসার

যুগান্তকারি ঘটনা, এই প্রথম যুদ্ধজাহাজে দুই মহিলা অফিসারকে মোতায়েন করছে ভারতীয় নৌবাহিনী। শীঘ্রই নৌসেনায় যোগ দেবে ২৪টি এমএইচ-৬০ আর সামরিক হেলিকপ্টার আর পাইলট হিসেবে যোগ দেবেন এই দুই সাব লেফটেন্যান্ট…

Avatar

যুগান্তকারি ঘটনা, এই প্রথম যুদ্ধজাহাজে দুই মহিলা অফিসারকে মোতায়েন করছে ভারতীয় নৌবাহিনী। শীঘ্রই নৌসেনায় যোগ দেবে ২৪টি এমএইচ-৬০ আর সামরিক হেলিকপ্টার আর পাইলট হিসেবে যোগ দেবেন এই দুই সাব লেফটেন্যান্ট কুমুদিনী ত্যাগী, রীতি সিংহ।

আজ, সোমবার কোচিতে আইএনএস গরুড় যুদ্ধ জাহাজে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়। জানা গিয়েছে, কুমুদিনী ও রীতি নৌসেনার মাল্টি রোল হেলিকপ্টার অপারেশনের জন্য প্রয়োজনীয় সেন্সর, সোলার কনসোল এবং ইন্টেলিজেন্স, সার্ভিল্যান্স ও সমন্বয়ের কাজ কাজ করবেন। ইতিমধ্যেই কুমুদিনী ও রীতিকে অভিনন্দন জানিয়েছে রিয়ার অ্যাডমিরাল অ্যান্টনি জর্জ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিন তিনি বলেন, ‘‘এটা ঐতিহাসিক মুহূর্ত। এই প্রথম মহিলাদের হেলিকপ্টার অপারেশনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যার মাধ্যেমে যুদ্ধজাহাজে মহিলা অফিসারদের মোতায়েনের সূচনা হল।’’ নিরাপত্তার অভাব, মহিলাদের ব্যবহারের মতো শৌচাগার না থাকা, দীর্ঘদিন ধরে জাহাজে থাকার মতো নানা কারণে আগে নৌবাহিনীতে মেয়েদের স্থান হওয়াটা মুশকিল হত।

 

About Author