Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অর্ধনগ্ন করে গলায় জুতোর মালা, অসমে মহিলাকে হেনস্থা করার অভিযোগে গ্রেফতার ১

অসম : ফের এক মহিলার সাথে অশ্লীল আচরণের ঘটনায় অবাক দেশবাসী। ঘটনাটি ঘটেছে অসমের বরপেটায়। এদিন এক মহিলাকে অর্ধনগ্ন করে, তার গলায় জুতোর মালা পরিয়ে তাকে রাস্তায় ঘোরানো হয়। এখানেই…

Avatar

অসম : ফের এক মহিলার সাথে অশ্লীল আচরণের ঘটনায় অবাক দেশবাসী। ঘটনাটি ঘটেছে অসমের বরপেটায়। এদিন এক মহিলাকে অর্ধনগ্ন করে, তার গলায় জুতোর মালা পরিয়ে তাকে রাস্তায় ঘোরানো হয়। এখানেই শেষ নয় সাথে চলে বেধড়ক মারধর। অসমের বরপেটায় এদিনের এই ঘটনায় উত্তেজিত হয়ে ওঠে স্থানীয় লোকজন।

পরে পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে থামিয়ে ওই মহিলাকে উদ্ধার করে। এই ঘটনায় এখনো পর্যন্ত অসম পুলিশ একজনকে আটক করেছে।পুলিশ  জানিয়েছে,  “ওই মহিলাকে অর্ধনগ্ন করা হচ্ছে, মারধর করা হচ্ছে দেখে পুরুষ-মহিলা নির্বিশেষে একদল মানুষ আনন্দ করছিল ও নাচ করছিল। লোকজন ওই মহিলাকে জুতোর মালা পরিয়ে হাঁটাচ্ছিলো”।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

স্থানীয় বাসিন্দারা জানান, আক্রান্ত ওই মহিলা স্থানীয় পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে উত্তেজিত জনতা ওই মহিলাকে হেনস্থা করেছে। দীর্ঘদিন ধরেই তিনি দুর্নীতিতে জড়িত ছিলেন। আর তার উপর এই কারণে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় লোকজনরা।

এদিন স্থানীয়রা খেপে গিয়ে প্রথমে ওই মহিলার স্থানীয় পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালায়। অফিসের আসবাব পত্র, ল্যাপটপ এবং আরও অনেক জিনিস ভেঙ্গে ফেলা হয়। পরে ওই মহিলাকে অর্ধ নগ্ন করে গলায় জুতোর মালা পড়িয়ে রাস্তায় হাঁটানো হয়। এই ঘটনায় বাকি অভিযুক্তদেরও তল্লাশি চালাচ্ছে অসম পুলিশ।

 

About Author