Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুদ কমলো প্রফিডেন্ড ফান্ডে, বিপদে পড়বেন ৬ কোটির বেশি সরকারী কর্মচারী

সুদ কমলো এমপ্লিয়জ প্রভিডেন্ট ফান্ডের জমা আমানতে। ইপিএফও-এর তরফে জানানো হয়েছে একথা। এখন থেকে ৮.৫০% হারে সুদ পাওয়া যাবে জমানো আমানতে, আগে যেখানে পাওয়া যেত ৮.৬৫%। ইপিএফও-এর ট্রাস্টিজ এর বৈঠক…

Avatar

সুদ কমলো এমপ্লিয়জ প্রভিডেন্ট ফান্ডের জমা আমানতে। ইপিএফও-এর তরফে জানানো হয়েছে একথা। এখন থেকে ৮.৫০% হারে সুদ পাওয়া যাবে জমানো আমানতে, আগে যেখানে পাওয়া যেত ৮.৬৫%। ইপিএফও-এর ট্রাস্টিজ এর বৈঠক বসে গতকাল, তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জানানো হয়েছে প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের বিনিয়োগ থেকে আয়ের পরিমাণ আগের থেকে অনেক কমে গেছে, তাই এই সুদ কমানোর সিদ্ধান্ত নেওয়া হলো। প্রায় ৬ কোটি মানুষ এর ফলে প্রভাবিত হবেন বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, ২০১৬-১৭ সালে কমেছিল এই সুদের হার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ‘ইয়েস ব্যাংকের আমানতকারীদের অর্থ নিরাপদ’, আশ্বস্ত করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ

সুদের হার ৮.৮% থেকে কমে ৮.৬৫% হয় সেইসময়। তারপর এখন আবার কমলো। তার আগে ২০১৩-১৪ সালে সুদের হার ছিল ৮.৭৫%, ২০১৬-১৭ সালে যা বাড়ে। এবছর আবার তা কমানো হলো। সুদের হার ক্রমশ কমছে প্রায় প্রতিবছরই।

About Author