আজকের দিনে উরফি জাভেদকে চেনেন না এরকম মানুষ পাওয়া যাবে না। তবে উরুসা জাভেদ এই নামটা কি আপনার কাছে খুবই অপরিচিত? আজকে তারই ব্যাপারে আপনাকে জানাতে চলেছি আমরা। নিজের অদ্ভুত ধরনের পোশাক আশাক এবং অদ্ভুত ফ্যাশনের জন্য সোশ্যাল মিডিয়ার অত্যন্ত জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন বিগত কয়েক বছর ধরে। আর উরুশা জাভেদ হলেন উর্ফি জাভেদের বোন। সোশ্যাল মিডিয়ায় দিদির মত অতটা জনপ্রিয় না হলেও সৌন্দর্যের দিক থেকে উরফিকে টেক্কা দিতে পারেন তিনি। এমনকি অনেকে বলেন উরফির তুলনায় তার বোন উরুসা আরো অনেক বেশি প্রতিভাবান একজন শিল্পী।
খুব কম সময়ের মধ্যে এই খ্যাতির শীর্ষে উঠে পড়েছেন উর্ফি জাভেদ। অভিনয় দিক থেকে শুধু নয় পোশাক এবং তার স্টাইলের জন্য তিনি সর্বত্র পরিচিত। কিন্তু তার সঙ্গেই দারুন ভাবে টেক্কা দিয়ে থাকেন তার বোন উরুসা জাভেদ। নেট মাধ্যমে তিনিও বেশ সক্রিয় এবং নিয়মিত শেয়ার করতে থাকেন ছবি এবং রিল ভিডিও। তেমনি একটি ভিডিও সম্প্রতি লাইমলাইটে উঠে এসেছে। এই ভিডিওতে তাকে দেখা যাচ্ছে দুর্দান্ত বেলি ডান্স করতে। এই নাচের মাধ্যমে দর্শকদের চোখ কপালে তুলেছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম একাউন্টে এই নাচের ভিডিও শেয়ার করেছেন তিনি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসাদা রঙের ক্রপ টপ এবং মাস্টার্ড ইয়েলো রঙের লং স্কার্টের সাথে তিনি ব্যবহার করেছেন একটি বেলি ডান্সের বেল্ট। তার কোমরের ঝটকার সঙ্গে দুলে দুলে উঠেছে বেল্টে লাগানো সমস্ত সিকুইন গুলি। ছোট্ট ক্রপ টপে শরীরের ঊর্ধাংশ অনেকটাই দৃশ্যমান। আর সেটা দেখেই রাতের ঘুম উড়েছে নেট নাগরিকদের। বেশ দক্ষ নৃত্যশিল্পীদের মতোই বেলি ডান্স করতে দেখা যাচ্ছে তাকে। ইতিমধ্যেই ৩০ হাজার মানুষ এই ভিডিওটি দেখেছেন এবং লাইকের সংখ্যা পেরিয়েছে হাজারের গণ্ডি। কমেন্ট বক্সে তাকে অভিবাদনে ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা। কারোর মতে উরফির তুলনায় যতটা বেশি সুন্দরী ততটাই বেশি প্রতিভাবান উরুসা। চার বোনের মধ্যে মেজ বোন হলেন তিনি। তবে এখনই তিনি উরফি জাভেদের মতো ফ্যাশনিস্তা হয়ে উঠেছেন।
View this post on Instagram