Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Winter Update: সোমবার এই ৩ জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, তারপরেই কি জাঁকিয়ে শীত বঙ্গে?

নভেম্বর মাসের শুরুর দিক থেকেই ভোর ও রাতে শীতের আমেজ অনুভূত হচ্ছে গোটা বাংলাজুড়ে। তবে বেলা গড়ালে মধ্যগগনে সূর্যের গনগনে তাপে সেই শীতের আমেজ কোথাও উধাও হয়ে যাচ্ছে। আলিপুর আবহাওয়া…

Avatar

নভেম্বর মাসের শুরুর দিক থেকেই ভোর ও রাতে শীতের আমেজ অনুভূত হচ্ছে গোটা বাংলাজুড়ে। তবে বেলা গড়ালে মধ্যগগনে সূর্যের গনগনে তাপে সেই শীতের আমেজ কোথাও উধাও হয়ে যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর এখনও অব্দি জাঁকিয়ে শীত পড়ার কোনো পূর্বাভাস দেয়নি। তবে আপাতত শুষ্কই থাকছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়া। রাজ্যে পশ্চিমের জেলাগুলিতে আর এক দুদিন বাদে রাতের দিকে তাপমাত্রা অনেকটাই নামতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে রাতের দিকে শীতটা বেশি করে অনুভূত হবে।

আলিপুর আবহাওয়া দপ্তর এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে রাজ্যে মোটের ওপর আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মূলত পরিষ্কার থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। শুষ্ক আবহাওয়া থাকলেও এখনই জাঁকিয়ে শীত পরছে না দক্ষিণবঙ্গে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে আবহাওয়া দপ্তর এও জানিয়েছে যে উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও সোমবার দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরেই কি জাঁকিয়ে পড়বে শীত? এই প্রশ্নের উত্তর দিতে পারেনি হাওয়া অফিস। তবে জানা যাচ্ছে আপাতত তাপমাত্রায় তেমন হেরফের হবে না। ধীরে ধীরে তাপমাত্রার পারদ নামবে গোটা রাজ্যজুড়ে।

About Author