Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হেমন্তে শীতের আগমন, তাপমাত্রা কমলো তিন ডিগ্রি

কলকাতা: এবার এই বছরের বেশির ভাগটাই বর্ষা দিয়ে কাটিয়েছে রাজ্যবাসী। এমনকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবেও ছিল বৃষ্টির ভ্রুকুটি। কিন্তু মা দূর্গা কৈলাসে পাড়ি দেওয়ার পর থেকেই আবহাওয়া একেবারে বদলে গিয়েছে।…

Avatar

কলকাতা: এবার এই বছরের বেশির ভাগটাই বর্ষা দিয়ে কাটিয়েছে রাজ্যবাসী। এমনকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবেও ছিল বৃষ্টির ভ্রুকুটি। কিন্তু মা দূর্গা কৈলাসে পাড়ি দেওয়ার পর থেকেই আবহাওয়া একেবারে বদলে গিয়েছে। ঋতু কিন্তু হেমন্ত। তবে ভোররাতের দিকে সেটা বোঝার উপায় নেই। সারাদিনের উত্তরে হাওয়া ভোররাতের দিকে দিচ্ছে শীতের আমেজ। তাই সকলেই বলছে শীত তো প্রায় এসেই গেল। এমনিতেই শীতের জন্য হাপিত্যেস করে থাকে বাঙালি। তাই সে তাড়াতাড়ি এলে সেটা বাঙালির কাছে ভাল খবর।

আলিপুর আবহাওয়া দফতর আগেই আভাস দিয়েছিল, এ বছর ঠান্ডা শুধু জাঁকিয়ে পড়বে তাই নয়, অনেকটা দীর্ঘায়িতও হবে। সেই পূর্বাভাস মিলিয়ে নভেম্বরের শুরু থেকেই খেল দেখাতে শুরু করল শীত। গতকাল, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আরও নীচে নামবে পারদ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নভেম্বরের প্রথমেই ২০ ডিগ্রির নীচে কলকাতার পারদ। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে রয়েছে। আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও নামবে । ফলে দীপাবলি হেমন্তের রাতে নয়, শীতের রাতে পালন করবে রাজ্যবাসী, এমনটা বলাই যায়।

About Author