রবিবার থেকে বড়সড় বদল আসতে চলেছে মদের দামে। জানা গিয়েছে এইবার ২২ ধাপে নির্ধারণ করা হবে মদের দাম। এই বছর এপ্রিল মাসে রাজ্য সরকার হতে মদের ওপর চাপানো হয়েছে ৩০% কর। যার ফলে রাজ্যে মদ এবং বিয়ারের বিক্রি লকডাউনের আগের তুলনায় ৪০% কমে গিয়েছে। সম্প্রতি এমনটাই তথ্য প্রদান করেছে কনফেডারেশন অব ইন্ডিয়ান অ্যালকোহলিক বেভারেজ কোম্পানিজ-র ডিরেক্টর বিনোদ গিরি।
এক সংবাদমাধ্যমে গিরি জানান যে, এই বিষয়ে কনফেডারেশনের প্রতিনিধিরা রাজ্য অর্থ সচিব এবং শুল্ক সচিবের সঙ্গে সাক্ষাত করবেন। সেখানে পুনর্বিবেচিত হবে মদের দাম। তিনি আরও জানান যে, উৎসবের কথা মাথায় রেখেই মদের দাম নিয়ে ভাবনাচিন্তা করবে রাজ্য সরকার।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅন্যদিকে কলকাতার এক নামী মদ বিক্রেতা সংস্থা দাবি করেছে, সরকার ৩০% সেলস্ ট্যাক্স চাপিয়ে ২২ ধাপে স্থির করেছে মদের নতুন দাম। এর ফলে আরও বাড়তে চলেছে বেশ কিছু দামী মদের দাম। ফলস্বরূপ, মানুষজনের মন অনেকটাই কান্ট্রি লিকারের দিকে যেতে পারে বলে সূত্রের খবর।