Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অপেক্ষার অবসান! আগামী ২৪ জুন লঞ্চ হতে চলেছে Windows 11

Microsoft য়ের নেক্সট জেনারেশন Windows 11 আনতে চলেছে Microsoft। আগামী 24 জুন লঞ্চ করার কথা রয়েছে। পূর্বে Microsoft য়ের সিইও সত্য নাদেল্লা Windows 11 নিয়ে একটি টিজার প্রকাশ করেছিলেন। এবার…

Avatar

By

Microsoft য়ের নেক্সট জেনারেশন Windows 11 আনতে চলেছে Microsoft। আগামী 24 জুন লঞ্চ করার কথা রয়েছে। পূর্বে Microsoft য়ের সিইও সত্য নাদেল্লা Windows 11 নিয়ে একটি টিজার প্রকাশ করেছিলেন। এবার ট্যুইট করে সম্ভাব্য ফিচারের আভাস দিলেন টিপস্টার Tom Warren। 24 জুন ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যে সাড়ে আটটাতে Windows 11 লঞ্চ হলেও প্রাথমিকভাবে বিটা টেস্টিং চলবে। অতঃএব সব ঠিক থাকলে চলতি বছরের শেষে Windows 11 ব্যবহার করতে পারবেন ইউজাররা।

Microsoft য়ের অফিশিয়াল বিবৃতিতে বলা হয়েছে, ” নাদেল্লা বোর্ডের জন্য এজেন্ডা নির্ধারণের কাজে নেতৃত্ব দেবেন, সঠিক সুযোগ উন্নীত করতে এবং বোর্ডের পর্যালোচনার জন্য মূল ঝুঁকি এবং প্রশমন পদ্ধতির চিহ্নিত করতে ব্যবসায়ের বিষয়ে তাঁর গভীর উপলব্ধি কাজে লাগাবে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্ভাব্য ফিচার

ইতিমধ্যেই অনলাইনে Windows 11 য়ের যেসব স্ক্রিনশট ফাঁস হয়েছে তা দেখে অনুমান করা হচ্ছে, নেক্সট জেনারেশন Microsoft য়ে নতুন স্টার্ট মেনু, হোম স্ক্রিন, নতুন স্টার্টআপ সাউন্ড এবং ম্যাকের মতো একটা আবহ থাকতে পারে। অন্যদিকে, Windows 10X- এর সমস্ত ভিজ্যুয়াল‌ই থাকছে এতে।

নেকস্ট জেনারেশন Windows য়ে থাকতে পারে নতুন snap control। ফলতঃ সব অ্যাপের ক্ষেত্রে ‘ম্যাক্সিমাইজ’ বটন থাকবে। এবার থেকে ব্যবহারকারী বিভিন্ন উইন্ডো নিজের পছন্দ মতো সাইজে খুলে কাজ করতে সক্ষম হবেন।Windows 11য়ে নতুন widget আইকন থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে। যার সাহায্যে ইউজার খুব সহজেই খবর, আবহাওয়া এবং অন্যান্য ওয়েব কনটেন্টের অ্যাকসেস পেয়ে যাবেন। শুধু তাই নয় X-Box পাস গেমের অ্যাকসেসও পাওয়া যাবে Windows 11 য়ে।

About Author