Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাদক কাণ্ডে জড়িত বলিউডের নামকরা অভিনেত্রী, সমন পাঠানোর তোড়জোড় NCB-র

একটি ইংরেজি নিউজ চ্যানেল সোমবার রাতে দাবি জানায়, খুব দ্রুত মাদক মামলায় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে সমন পাঠাতে পারে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। পাশাপাশি শ্রদ্ধা কাপুর, সারা আলি খান এবং রকুলপ্রীত…

Avatar

একটি ইংরেজি নিউজ চ্যানেল সোমবার রাতে দাবি জানায়, খুব দ্রুত মাদক মামলায় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে সমন পাঠাতে পারে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। পাশাপাশি শ্রদ্ধা কাপুর, সারা আলি খান এবং রকুলপ্রীত সিংকেও চলতি সপ্তাহে সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর। বাজীরাও মস্তানীর মস্তানির নাম এসেছে করিশ্মা নামের এক জনের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্রে। কে এই করিশ্মা? করিশ্মা কাজ করেন ‘কওয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি’তে। ওই সংস্থায় দীপিকার ম্যানেজার ছিলেন করিশ্মা। সূত্রের খবর, ইতিমধ্যেই দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশকে সমন পাঠানো হয়েছে। এর পরবর্তী ধাপে পদ্মাবতীর নাম আসতে পারে বলে অনুমান।

উল্লেখ্য, রণবীর কাপুরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে ছিলেন অভিনেত্রী দীপিকা। কিন্তু সেই প্রেম টেকেনি। এরপরেই ডিপ্রেশনের শিকার হন বলে জানান অভিনেত্রী। যদিও এই দুই তারকাকে বহু পার্টিতে একসঙ্গে দেখা যায় এবং বহু সিনেমাতেও একসঙ্গে কাজ করতে দেখা যায়। ঠিক এই খানে কঙ্গনা বিঁধলেন দীপিকাকে। কঙ্গনা জানান, ‘অবসাদের নামে ব্যবসা চালাচ্ছে’।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় দুষ্কৃতীরা, তাতে আহত হন পড়ুয়া ও শিক্ষক সহ ৩০ জন, দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়, তখন অভিনেত্রী সেখানে গিয়ে গুনে গুনে ১৫ মিনিট সময় অতিবাহিত করেন অথচ সুশান্ত কেসে অভিনেত্রী মুখে কুলুপ এঁটেছেন এমনকি বলিউডে মাদক যোগ নিয়ে যখন তাঁর স্বামী রণবীর সিং ও তাঁর নাম আসে, তখন অভিনেত্রী মুখে কুলুপ দিয়েছেন।

বিশেষ ভাবে উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এখনও পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করে এনসিবি। গতকাল সোমবার মুম্বইয়ে এক্সচেঞ্জ বিল্ডিংয়ে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর অফিসে আগুন লাগে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। ওই অফিসেই বসেই কেন্দ্রীয় আধিকারিকরা সুশান্ত কেসের সমস্ত কাজ পরিচালনা করেন। দীপিকা হোক বা সারা আলি খান বা বলিউডের অন্য যেকোনো অভিনেতা ও পরিচালক সবারই গোপন তথ্য ও প্রয়োজনীয় কাগজ ওই বিল্ডিং থেকেই পরিচালিত হয়।

About Author