Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

খেলা হবে ২০২৪ লোকসভা ভোটে! বিজেপি বিরোধী দলের নেত্রী হতে পারেন মমতাই

প্রায় দেড়মাস ধরে চলছিল একুশে বাংলা বিধানসভা নির্বাচন। তার অনেকদিন আগে থাকতেই তৃণমূল এবং বিজেপি জোর কদমে তাদের প্রচার শুরু করে দিয়েছিল। একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জেলায়…

Avatar

প্রায় দেড়মাস ধরে চলছিল একুশে বাংলা বিধানসভা নির্বাচন। তার অনেকদিন আগে থাকতেই তৃণমূল এবং বিজেপি জোর কদমে তাদের প্রচার শুরু করে দিয়েছিল। একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় গিয়ে যেমন প্রচারে ঝড় তুলেছেন ঠিক তেমন গেরুয়া শিবির কেন্দ্রীয় নেতাদের বাংলা এনে ভিডিও প্রচারে অনুঘটক যোগ করেন। প্রত্যেক বঙ্গবাসী এটা ভেবেই নিয়েছিল যে এবার তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কঠিন টক্কর দেবে। কিন্তু বাস্তবের মাটিতে ফল প্রকাশের দিন মুখ থুবড়ে পড়ল গেরুয়া শিবির। বাংলার মানুষ সোনার বাংলার বদলে বাংলার মেয়েকে পছন্দ করেছে। জখম পা নিয়ে জেলায় জেলায় ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর জোটের বিরুদ্ধে জয় হাসিল করে নেবে সেটা অনেকেই ভাবতে পারেনি। তবে বাস্তবে বিজেপির সোনার বাংলার স্বপ্নকে ঘুচিয়ে মমতা তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসতে চলেছেন।

শুধুমাত্র বাংলা বললে ভুল হবে, গোটা ভারত গতকালের ভোটের ফলের দিকে তাকিয়েছিল। আসলে গোটা দেশে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল বাংলা বিধানসভা নির্বাচন। কারণ এই নির্বাচনে বিজেপি জেতার জন্য বারংবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বাংলায় নিয়ে এসে প্রচার করায়। এমন হেভিওয়েট প্রচারের পর অনেকেই ভেবেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী হয়তো যুদ্ধে টিকতে পারবেন না। কিন্তু সমস্ত তর্ক বিতর্ক ও জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বড় মার্জিনে জয় হাসিল করেছেন। ভারতের সব কটি রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রীর এমন অকুতোভয় মনোভাবের তীব্র প্রশংসা করেছেন। মমতা অবশেষে তার কথা প্রমাণ করে দিয়েছেন যে বাংলার মানুষ কোন বহিরাগত নয়, “বাংলার মেয়েকে” চায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে কেন্দ্রীয় নেতা ছাড়াও ঠিক ভোটের আগে তৃণমূল থেকে একাধিক হেভিওয়েট নেতা বিজেপিতে যোগদান করেন। তাতেও ভয় পাইনি বাংলার বাঘিনী। তার ওপর নন্দীগ্রামে প্রচার করতে গিয়ে পায়ে চোট লেগেছিল তার। তাতেও তাকে দমিয়ে যাওয়া যায় নি। ভাঙা পা নিয়ে হুইল চেয়ারে বসে তিনি হুংকার দিয়ে বলেছিলেন, “এক পায়ে জয় করব বাংলা।” তিনি তার কথা রেখেছেন। সেই সাথে অবশ্য জনোনেত্রী এও বলেছিলেন, “দুটো পায়ে আগামীদিনে দিল্লি জয় করব।” আসলে সামনে আসছে ২০২৪ সালের লোকসভা ভোট। তার আগে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন হবে। গোটা দেশ মমতার যে ক্ষমতা দেখলো তাতে ওইসব বিধানসভা নির্বাচনে বিজেপি বিরোধী দলের নেত্রী হিসেবে মমতাকে দেখা যাওয়া খুবই স্বাভাবিক হতে পারে। তাহলে কি খেলা হবে ২০২৪ এও?

About Author