Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিজেপিতে কি যোগ দেবেন? কি বললেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর

বেশ কয়েকদিন ধরে তৃণমূলের মমতা বালা ঠাকুর (Mamata Bala Thakur) কে নিয়ে জল্পনা চলছিল। আর এবারে জল্পনা শুরু হয়েছে যে তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। যদিও সাংবাদিক বৈঠকে বিজেপি যোগের…

বেশ কয়েকদিন ধরে তৃণমূলের মমতা বালা ঠাকুর (Mamata Bala Thakur) কে নিয়ে জল্পনা চলছিল। আর এবারে জল্পনা শুরু হয়েছে যে তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। যদিও সাংবাদিক বৈঠকে বিজেপি যোগের সম্ভাবনা সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়েছেন তৃণমূলের মমতা বালা ঠাকুর। তিনি বলেছেন, “তৃণমূল আমাকে সম্মান দিচ্ছে। যতদিন সম্মান দিচ্ছে ততদিন প্রশ্নই উঠছে না বিজেপি যোগদানের।” পাশাপাশি তিনি সিএএ ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন।

মমতা বালা ঠাকুর বলেছেন, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ভারতীয় জনতা পার্টি মতুয়াদের সঙ্গে প্রতারণা করছেন। কেন্দ্রীয় সরকার সি এ এ বিল নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য রাখছেন। তার পাশাপাশি আরও তিন মাস সময় পিছিয়ে দেওয়া নিয়ে তিনি মন্তব্য করেন। মানুষকে ভাওতা দেওয়া হচ্ছে বলে তার বক্তব্য। তিনি বলেছেন, অমিত শাহ বারবার বলা সত্ত্বেও আসেননি। মতুয়াদের নাগরিকত্ব দেয়ার নাম করে তিনি তাদেরকে বারবার অপমান করেছেন বলেও তিনি তোপ দেগেছেন।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পাশাপাশি তিনি বলেছেন, “ভারতীয় নাগরিক হওয়ার কারণে আমরা ভোটাধিকার প্রয়োগ করেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একই কথা বলেছেন। এমনকি দেশের নির্বাচন কমিশন বলে দিয়েছে যারা ভোট দেয় তারা এদেশের নাগরিক। আমি বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের কে যারা এসে ভোট দিয়ে গেছেন তাদেরকে বলব ভয় পাওয়ার কারণ নেই। কারণ তারা সকলেই এদেশের নাগরিক।” পাশাপাশি তাঁর অভিযোগ, নাগরিকত্ব আইন নিয়ে শান্তনু ঠাকুর কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে আত্মসাৎ করে গেছেন।

প্রসঙ্গত, আগামী ১০ এবং ১১ তারিখ ঠাকুরনগরের সভা করতে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেখানে মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি ভাষণ দিতে চলেছেন। এর আগে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur) কিছুদিন আগে দলের মধ্যে বেসুরো হয়েছিলেন। যদিও পরে তিনি বক্তব্য রাখেন যে তার সঙ্গে কোনো সমস্যা হয়নি। অন্যদিকে অমিত শাহের ঠাকুরনগরে আসার কথা ছিল কিন্তু দিল্লিতে ইজরাইল দূতাবাসের সামনে বিস্ফোরণ হবার কারণে সেই সফর বাতিল হয়। জানা যাচ্ছে আগামী সপ্তাহে সেই সফর করতে চলেছেন অমিত শাহ।

About Author