নিউজরাজ্য

ছবি তোলার নেশায় প্রাণ কেড়ে নিল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের

Advertisement
Advertisement
জঙ্গলে ঘুরে ঘুরে ছবি তুলতে ভালোবাসতেন তিনি। অসম্ভব ভালোবাসতেন বন্যপ্রাণীদের। সেই ভালোবাসায় কাল হলো তাঁর। বন্যপ্রাণের ছবি তোলার নেশায় হাওড়ার বাড়ি থেকে সুদুর ঝাড়গ্রামের এক বন্ধুর বাড়িতে পৌঁছে যান তিনি। কিন্তু ফিরে আসা হলো না। বুনো হাতির ছবি তুলতে গিয়ে হাতির হানায় প্রাণ হারালেন বছর পঁয়ত্রিশের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আশীষ শীট। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের আতাডিহা গ্রামে।স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই খড়গপুর লোকালের বাঁশপত্রির জঙ্গলে রয়েছে ৩০-৩৫ টি হাতির একটি দল। গতকাল রাতে তাদের মধ্যে ২০-২৫ টি হাতি পার্শ্ববর্তী বান্দারবন এলাকায় চলে গেলেও ১২-১৩ টি হাতি রয়ে যায় আতাডিহা গ্রামের একটি কাজু বাগানে। সকাল থেকে সেখানে ভিড় বাড়াতে থাকে উৎসাহী জনতা। ক্রমান্বয়ে চলতে থাকে হাতিকে বিরক্ত করা। এক সময় ক্ষিপ্ত হয়ে দলের বড় হাতিটি পাল্টা আক্রমণ করে মানুষকে। হাতির গতিবিধি সম্পর্কে ওয়াকিবহাল স্থানীয় মানুষজন হাতির মুভমেন্ট দেখে নিজেদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিলেও আশীষ তা বুঝতে পারেননি। ফটো তুলতে ব্যস্ত থাকা আশীষকে তুলে আছাড় মারে হাতিটি, এরপর শুঁড়ে দোলাতে দোলাতে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন ডাক্তার।
Advertisement

Related Articles

Back to top button