Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এটিএম কার্ডে এই চিপ কেন বসানো হয়? এর আসল কাজটা কি, জেনে নিন বিস্তারিতভাবে

আজকের দিনে যদি আপনারা শপিং করতে বা অনলাইনে ট্রানজাকশন করতে স্বচ্ছন্দ হন তাহলে অবশ্যই আপনাদের কাছে এটিএম কার্ড তো রয়েছেই। তবে আপনারা নিশ্চয়ই দেখেছেন এটিএম কার্ড প্লাস্টিকের তৈরি হলেও এতে…

Avatar

আজকের দিনে যদি আপনারা শপিং করতে বা অনলাইনে ট্রানজাকশন করতে স্বচ্ছন্দ হন তাহলে অবশ্যই আপনাদের কাছে এটিএম কার্ড তো রয়েছেই। তবে আপনারা নিশ্চয়ই দেখেছেন এটিএম কার্ড প্লাস্টিকের তৈরি হলেও এতে একটি চিপ যুক্ত করা থাকে। আপনারা কি জানেন এই চিপ কিভাবে কাজ করে? চলুন তাহলে আজকে সেটাই জানা যাক। যখন এটিএম কার্ড ছিল না তখন টাকা তুলতে ব্যাংকে লম্বা লাইন দিতে হতো মানুষকে। কিন্তু এখন এটিএম কার্ড চলে আসার ফলে খুব সহজে টাকা তোলা যায়। এটিএম কার্ড মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

১৯৬৭ সালে বিজ্ঞানী জোয়ান এড্রিয়ান শেফার্ড ব্যারন এই বিশেষ কার্ড আবিষ্কার করেছিলেন। ভারতের সর্বপ্রথম এটিএম কার্ড নিয়ে এসেছিল HSBC ব্যাংক। আপনারা সবাই জানেন এখনকার দিনে যে এটিএম কার্ড চলে সেগুলো সবকটাই প্লাস্টিকের তৈরি এবং এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটি হলো ইলেক্ট্রোম্যাগনেটিক চিপ। এটি একটি খুবই দরকারী জিনিস এবং এর মাধ্যমে আপনার সমস্ত তথ্য এটিএম কার্ডের মধ্যে রেকর্ড করা থাকে। আপনাদের জানিয়ে রাখি এই চিপ কে কিন্তু ইভিএম চিপ বলা হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনি যখনই এটিএম কার্ড দিয়ে কোন লেনদেন করেন তখন এই ইভিএম চিপ একটি কোড তৈরি করে যা পরে আর ব্যবহার করা যায় না। এটিএম কার্ডে এই চিপ লাগানো থাকলে এটিএম কার্ড থাকে একেবারে নিরাপদ। এই চিপ থাকার কারণে এই কার্ড ক্লোন করা যায় না।। ফলে আপনার টাকা জালিয়াতি হওয়ার কোন সম্ভাবনা থাকে না

About Author