Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বলিউডের যেসব নায়িকাদের ভোগ করে দূরে ঠেলে দিয়েছেন সামলান খান

যে কোনো মুদ্রার এপিঠ-ওপিঠ রয়েছে। একই ভাবে যে কোনো খবরের রয়েছে দুটি দিক। অনেকে ইতিবাচক দৃষ্টিকোণের মাধ্যমে কোনো ঘটনাকে গ্রহণ করেন। অনেকে পোষণ করেন নেতিবাচকতা। সলমান খান (Salman Khan) এখনও…

Avatar

যে কোনো মুদ্রার এপিঠ-ওপিঠ রয়েছে। একই ভাবে যে কোনো খবরের রয়েছে দুটি দিক। অনেকে ইতিবাচক দৃষ্টিকোণের মাধ্যমে কোনো ঘটনাকে গ্রহণ করেন। অনেকে পোষণ করেন নেতিবাচকতা। সলমান খান (Salman Khan) এখনও অবধি বলিউডের সবচেয়ে বিতর্কিত ব্যক্তিত্ব হলেও মোস্ট এলিজেবল ব্যাচেলর। তাঁর জীবনে এসেছেন একাধিক নারী। কিন্তু আজও অবিবাহিত সলমান। গত 24 শে ডিসেম্বর মেকআপ আর্টিস্ট সুরা খান (Shura Khan)-এর সাথে সাতপাকে বাঁধা পড়েছেন সলমানের ভাই আরবাজ খান (Arbaaz Khan)। এটি তাঁর দ্বিতীয় বিবাহ। সলমান এই বিয়েতে কিছুক্ষণের জন্য উপস্থিত ছিলেন। কিন্তু তাঁকে ঘিরেই তৈরি হয়ে গিয়েছে স্কুপ। কারণ খান পরিবারে বিয়ে ও বিচ্ছেদ সমানতালে চললেও সলমান এখনও বললেন না ‘কবুল হ্যায়’। কিন্তু তাঁর চরিত্র নিয়ে আবারও কাটা -ছেঁড়া শুরু হয়েছে। অনেকের মতে, সলমান নারীদের সাথে তাঁর শারীরিক চাহিদা মিটিয়ে নিয়েছেন। এই কারণে আর বিয়ে করতে চাননি তিনি।

একাধিক নায়িকার সাথে অভিনয় করেছেন সলমান। তালিকায় রয়েছেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha), সাই মঞ্জরেকর (Sai Manjrekar), দিশা পাটানি (Disha Patani), আয়েশা টাকিয়া (Ayesha Takiya), অনুষ্কা শর্মা (Anushka Sharma)-রা। প্রায় প্রত্যেকেই সলমানের তুলনায় বয়সে অনেকটাই ছোট। কিন্তু সলমান তাঁদের সহকর্মীর মর্যাদা দিয়েছেন। তবে সলমানের জীবনে প্রথম প্রেম ছিলেন সঙ্গীতা বিজলানি (Sangeeta Bijlani)। সঙ্গীতার সাথে একটি কমার্শিয়াল অ্যাডের শুট করতে গিয়ে পরিচয় হয়েছিল সলমানের। ধীরে ধীরে এই পরিচয় পরিণত হয়েছিল প্রেমে। খান পরিবারের ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন সঙ্গীতা। কিন্তু ততদিনে তাঁর জীবনে আবির্ভাব ঘটেছে ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন ও সর্বকালের সেরা ফিল্ডার মহম্মদ আজহারউদ্দিন (Mohammed Azharuddin)-এর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিবাহিত আজহারের সাথে সঙ্গীতার পরকীয়া চলছিল চুপিসাড়ে। কিন্তু এর মধ্যেই সলমানের সাথে তাঁর বিয়ের পাকা কথা হয়ে যায়। বিয়ের কার্ড ছাপিয়ে ঘনিষ্ঠ জনদের নিমন্ত্রণ করাও হয়ে গিয়েছিল। কিন্তু সকলকে অবাক করে সলমানের সাথে বিয়ের মাত্র আটচল্লিশ ঘন্টা আগে সঙ্গীতা ব্রেক-আপ ঘোষণা করে সরে যান সলমানের জীবন থেকে। এই সুযোগে সলমানের জীবনে প্রবেশ ঘটে সোমি আলি (Somi Ali)-র। তিনি ছিলেন সলমানের অন্ধ ভক্ত। সলমানকে বিয়ে করার উদ্দেশ্যেই সোমি নিউ ইয়র্ক থেকে এসেছিলেন মুম্বইয়ে। শুরু করেছিলেন বলিউডে কাজ করতেও। সলমানের বোন আলভিরা খান (Albhira Khan)-এর সাথে সোমির বন্ধুত্ব ছিল। আলভিরার মাধ্যমেই খান পরিবারের সাথে সোমির পরিচয় ঘটে। সলমানের সাথেও তাঁর বন্ধুত্ব তৈরি হয়।

কিন্তু সুযোগের অপব্যবহার করে সোমি বারবার সলমানকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। এক রাতে একটি নাইট ক্লাবে সোমির আচরণ সহ্য করতে না পেরে সলমান তাঁর মাথায় আইসক্রিম ঢেলে দেন। অপমানিত সোমি নিউ ইয়র্ক ফিরে যান বলিউড ছেড়ে। কিন্তু এরপর সলমানের সাথে ঐশ্বর্য রাই (Aishwarya Rai Bachchan)-এর সম্পর্ক তৈরি হয়। কিন্তু ঐশ্বর্য ধর্ম নিয়ে তাঁকে কটাক্ষ করার ফলে সলমান তাঁকে শারীরিক নিগ্রহ করেন। ভেঙে যায় এই সম্পর্ক।

 

View this post on Instagram

 

A post shared by @iamsameerrafilini

সলমানের বোন অর্পিতা খান (Arpita Khan Sharma)- র সাথে বন্ধুত্ব ছিল ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)-এর। কেরিয়ারের ক্ষেত্রে সলমানকে ‘মেন্টর’ মানতেন তিনি। কিন্তু ধীরে ধীরে বদলে যায় তাঁদের সম্পর্কের রসায়ন। তবে কোনোদিনই ক্যাটরিনা বা সলমান তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি। পরবর্তী কালে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়। বর্তমানে ক্যাটরিনা অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)-কে বিয়ে করে যথেষ্ট সুখী। সোমি বিয়ে করেননি। তিনি নিউ ইয়র্কে একটি এনজিও চালান। সঙ্গীতার সাথে আজহারের বিয়ে হলেও কয়েক বছর আগে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। সঙ্গীতা খান পরিবারের ঘনিষ্ঠ হলেও সলমান তাঁকে এড়িয়ে চলেন। ঐশ্বর্য বিয়ে করেছিলেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)-কে। বর্তমানে তাঁদের বিবাহিত জীবন খাদের কিনারায় দাঁড়িয়ে।

কিন্তু বিয়ের আটচল্লিশ ঘন্টা আগে যাঁর সম্পর্ক ভেঙে গিয়েছিল, সেই সলমানের পক্ষে কি সত্যিই সহজে আবারও বিয়ের পরিকল্পনা করা সম্ভব? এই প্রশ্নের উত্তর এখনও দিচ্ছে তাঁর ‘সিঙ্গল’ স্টেটাস।

About Author