Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bengali Serial: বাংলা ধারাবাহিকে হিন্দি গান বাজছে কেন? প্রতিবাদে বাংলা পক্ষ

আকাশে সূর্য্যি মামা অস্ত গেলে সকল মা কাকিমাদের বাংলা ধারাবাহিক দেখা চাই চাই। তবে যাঁরা বাংলা ধারাবাহিক দেখেন  তাঁরা সকলেই জানেন, বর্তমানে বেশিরভাগ বাংলা ধারাবাহিকের ব্যাকগ্রাউন্ডে যে গান বাজানো হয়…

Avatar

By

আকাশে সূর্য্যি মামা অস্ত গেলে সকল মা কাকিমাদের বাংলা ধারাবাহিক দেখা চাই চাই। তবে যাঁরা বাংলা ধারাবাহিক দেখেন  তাঁরা সকলেই জানেন, বর্তমানে বেশিরভাগ বাংলা ধারাবাহিকের ব্যাকগ্রাউন্ডে যে গান বাজানো হয় তা বেশিরভাগ হিন্দি ছবি থেকে নেওয়া। এমনকি গান আর নাচের রিয়্যালিটি শো গুলিতেও হিন্দি গানই বেশিরভাগ সময়ে গাইতে বা নাচিতে দেখা যায় প্রতিযোগীদের। এবার এই বাংলা ধারাবাহিকে হিন্দি গান চালানোর বিরুদ্ধে সরব হল বাংলা পক্ষ। রাজারহাটের ডিআরআর স্টুডিওতে ডেপুটেশন প্রদান ও শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করার ডাক দিয়েছেন তারা রবিবার গর্গ চট্টোপাধ্যায় নেতৃত্বে চলবে বিক্ষোভ প্রদর্শন।

বাংলা পক্ষের উত্তর ২৪ পরগনা জেলার সদস্যরা এই বিক্ষোভের মূল উদ্যোক্তা। এ প্রসঙ্গে বাংলা পক্ষের তরফে কৌশিক মাইতি জানিয়েছেন, ‘বাংলার সংস্কৃতিকে নষ্ট করার ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধেই বাংলা পক্ষর এই প্রতিবাদ। জোর করে বাংলা ধারাবাহিক গুলিতে উত্তর ভারতের সংস্কৃতি নিয়ে আসা হচ্ছে। এমনকি বাংলা ধারাবাহিকে করবাচৌথের মতো অনুষ্ঠান ও দেখানো হচ্ছে। বিয়েবাড়ির অনুষ্ঠানগুলিতে অনেকে এখন বেনারসির বদলে লেহেঙ্গা পরানো হচ্ছে। আগে ধারাবাহিকগুলিতে বাংলা গান বাজানো হত। এখন ব্যাকগ্রাউন্ডে সারাক্ষণ চলছে হিন্দি গান। এ জিনিস চলতে পারে না।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Bengali Serial: বাংলা ধারাবাহিকে হিন্দি গান বাজছে কেন? প্রতিবাদে বাংলা পক্ষ

বর্তমানে করওয়া চৌথ পালন থেকে বা প্রাক বিয়ের অনুষ্ঠানে সংগীত, মেহেন্দি অনুষ্ঠান, এগুলো এখনই বাংলা ধারববাহিকের সঙ্গে। যা মূলত হিন্দি বলয়ের অনুষ্ঠান, আর এই নিয়েই আপত্তি বাংলা পক্ষের। জানা গিয়েছে সংশ্লিষ্ট স্টুডিওতে রবিবার সকাল ১১টা নাগাদ বিক্ষোভ প্রদর্শন করবে বাংলা পক্ষ।
বাংলা ভাষা ও সংস্কৃতিকে অবহেলা করার অভিযোগেই এবার বাংলা ধারাবাহিকের প্রযোজকদের বিরুদ্ধে সুর চড়াবে বাংলা পক্ষ।

Bengali Serial: বাংলা ধারাবাহিকে হিন্দি গান বাজছে কেন? প্রতিবাদে বাংলা পক্ষ

বাংলা ভাষায় ধারাবাহিক কিংবা অনুষ্ঠানে অন্য ভাষায় প্রয়োগ, হিন্দি ভাষায় গান, উত্তর ভারতীয় সংস্কৃতির অনুকরণ বন্ধের দাবিতে তাঁদের এই প্রতিবাদ। বাংলা পক্ষের এক সদস্য জানিয়েছেন, তাঁরা কেবল বাঙালি সংস্কৃতির ওপর হিন্দি সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চ্যানেলগুলির যে প্রবণতা তার বিরোধী। তাঁরা কখনোই হিন্দি গান বা হিন্দি ভাষি কলাকুশলীদের বিরোধী নন।’

About Author