Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কেন গুরুত্বপূর্ণ গালওয়ান উপত্যকা? কেন বাঁধছে চিন ও ভারতের মধ্যে সংঘর্ষ? জানুন

বরফে ঢাকা ধূসর পাহাড়ের শৈল চূড়া নিয়ে লাদাখের অবস্থান। এর মাঝখান দিয়ে চলে গেছে গালওয়ান নদী। কারাকোরাম পর্বতমালার পূর্ব অংশে উৎপন্ন হয়ে আকসাই চিনের উপর দিয়ে লাদাখ উপত্যকা হয়ে সায়ক…

Avatar

বরফে ঢাকা ধূসর পাহাড়ের শৈল চূড়া নিয়ে লাদাখের অবস্থান। এর মাঝখান দিয়ে চলে গেছে গালওয়ান নদী। কারাকোরাম পর্বতমালার পূর্ব অংশে উৎপন্ন হয়ে আকসাই চিনের উপর দিয়ে লাদাখ উপত্যকা হয়ে সায়ক নদীতে এসে পড়েছে। আর নদীর গতিপথের উপরই রয়েছে ভারত ও চিনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি)। সম্প্রতি এই সীমান্তকে নিয়েই সংঘাত বাধে দুই প্রতিবেশী দেশের মধ্যে। পূর্ব লাদাখের এই গালওয়ান উপত্যকার বিশেষ এক অর্থ রয়েছে। এই ‘গালওয়ান’ কথার অর্থ হল ডাকাত। এই উপত্যকা ডাকাতের উপত্যকা। জানা গেছে, ব্রিটিশ আমলে এই এলাকা লুঠেরাদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছিল।

ভারত ও চিন উভয় দেশের কাছেই গুরুত্বপূর্ণ এই উপত্যকা। পৃথিবীর উচ্চতম এলাকায় অবস্থিত এই সীমান্ত ভূরাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। গত কয়েকদিন ধরে এই সীমান্ত নিয়েই সংঘর্ষ বাধে দুই দেশের মধ্যে। মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। উচ্চ পর্যায়ের সামরিক ও কূটনৈতিক বৈঠকের পরও উঠে আসেনি কোন সমাধান সূত্র।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কথিত আছে, আজ থেকে শতাধিক বছর পূর্বে স্থানীয় এক অভিযাত্রী গুলাম রসুল গালওয়ানের নাম অনুসারে এই উপত্যকার নামকরণ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গালওয়ান কথার অর্থের মতোই বাস্তবেই একই পেশায় যুক্ত ছিলেন এই গালওয়ান। ব্রিটিশ পরিব্রাজকদের পথপ্রদর্শকের কাজ করতেন তিনি। নিজের আত্মজীবনী ‘সার্ভিস অফ সাহিবস’-এ তিনি তুলে ধরেছেন তাঁর রোমহর্ষক জীবনকাহিনীর কথা।

About Author