আমরা সকলে সেলিব্রিটিদের নিয়ে একটু বেশি চর্চা করে থাকি। বলিউড-টলিউড নিয়ে আমাদের বরাবরই বেশি। নতুন বা পুরোনো সমস্ত রকম কবরের ইন্টারেস্ট থাকে দর্শকদের। বলি পাড়ায় তারকাদের সিক্রেট খবর জানার জন্য দর্শকরা সর্বদা কৌতুহলী থাকে। সম্প্রতি জনপ্রিয় বলিউড অভিনেতা অভিনেত্রী দীপিকা-রণবীরের পুরনো এক বিষয় নিয়ে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
খুবই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী রণবীর এবং দিপীকা। প্রায় দুই বছর হলো তাদের বিবাহ সম্পন্ন হয়েছে। তবে বর্তমানে ভক্তরা অপেক্ষা করছে তাদের কাছ থেকে কোন সু খবর শোনার জন্য। আগের বছর তারা ফেমিনা বিউটি অ্যাওয়ার্ড এ যোগদান করেছিল। আর সেই শো তে বর্ষসেরা দম্পতি হিসেবে অ্যাওয়ার্ড অর্জন করেছিল তারা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএকবার একটি ইভেন্ট শো তে দিপীকা তার স্বামী রণবীর এর সিক্রেট দর্শকদের সামনে প্রকাশ করেছিল। দিপীকা বলে তার সাথে ঘনিষ্ট মুহুর্ত কাটানোর সময় এর থেকে বেশি সময় রণবীর এর বাথরুম এ লেগে থাকে। আরো বেশি সময় নেয় বিছানায় উঠতে অর্থাৎ ঘুমানোর আগে বিছানায় ওঠার কথা বলতে চেয়েছিলেন দিপীকা। তার এই ডবল মিনিং কথা নিয়ে বেশ ট্রোল এবং হাসাহাসি হয় সোশ্যাল মিডিয়াতে।
ওফ্ ক্যামেরা অথবা অন ক্যামেরা এই রোমান্টিক আকর্ষণীয় জুটির কেমিস্ট্রি দেখার মতো। ৮৩ নামক একটি ছবি তাদের পরবর্তী প্রজেক্ট। কপিল দেব এর চরিত্রে রণবীর এবং দীপিকা কপিল দেবের স্ত্রী রোমির ভূমিকা তে অভিনয় করতে চলেছে। তাদের বড় পর্দায় এই যুগলবন্দী দর্শকদের মুগ্ধ করে তুলবে বলে আশা করা যায়।