Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চিটফান্ডে আমানত কারীদের প্রাপ্য টাকা ফেরানো হয়নি কেন? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

বিভিন্ন বেআইনি অর্থ লগ্নি সংস্থায় টাকা রেখে একসময় ক্ষতিগ্রস্ত বহু আমানত কারীদের টাকা ফেরাতে রাজ্য সরকার গঠন করেছিল শ্যামল সেন কমিশন। চিটফান্ডে, সারদাকান্ডে প্রতারিতদের মধ্যে বন্টনের উদ্দেশ্যে কমিশনকে ৫০০ কোটি…

Avatar

বিভিন্ন বেআইনি অর্থ লগ্নি সংস্থায় টাকা রেখে একসময় ক্ষতিগ্রস্ত বহু আমানত কারীদের টাকা ফেরাতে রাজ্য সরকার গঠন করেছিল শ্যামল সেন কমিশন। চিটফান্ডে, সারদাকান্ডে প্রতারিতদের মধ্যে বন্টনের উদ্দেশ্যে কমিশনকে ৫০০ কোটি টাকা রাজ্য সরকার সেইসময় দিয়েছিল।

সেই কমিশনের মেয়াদ ছিল ২০১৪ সালের ২২ অক্টোবর। আমানতকারীদের কিছুজনকে টাকা ফেরত দেওয়া হলেও বাকি টাকা ফেরত দেওয়া হয়েছে রাজ্যের কাছে এমনটাই কমিশনের পক্ষে আদালতকে জানানো হয়েছে। কমিশনের তরফে রাজ্য সরকারকে ফেরত দেওয়া অর্থমূল্য হল ১৩৮ কোটি ৯৫ লক্ষ ৮২ হাজার ৪৩৮ টাকা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
আরও পড়ুন : নববর্ষের আগেই সরকারি কর্মচারী জন্য সুখবর, বাড়ানো হল ৪ শতাংশ ডিএ

এছাড়াও সারদার বেশ কিছু সম্পত্তি বিক্রি করে অর্থমূল্য পাওয়া গেছে দু’‌কোটি ৩৯ লক্ষ টাকা,সেই অর্থ রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। তবে এবারই প্রথম নয় এ-র আগেও এই প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হয়েছিল রাজ্য সরকার। সেই সময় মামলা দায়ের করেছিল প্রতারিত আমানতকারীরা। তখন কাজ শেষ হওয়ার আগেই কমিশন বন্ধ করে দেওয়া হয়, সেই ব্যাপার ছাড়াও টাকা ফেরাতে কমিশনের পদক্ষেপ সম্পর্কে অবগত হতে চেয়েছিল হাইকোর্ট।

কলকাতা হাইকোর্ট শুক্রবার রাজ্যের কাছে প্রশ্ন তোলে আমানতকারীদের উদ্দেশ্যে বরাদ্দ অর্থ কেন এখনও সকলে পাননি। একমাসের মধ্যে এখন সেই টাকা কীভাবে আমানতকারীদের দেওয়া যায় তা জানতে চেয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। সেই বিষয়ে জানানোর জন্য এক মাসের মধ্যে রাজ্যকে জানাতে হবে বলে নির্দেশে জানিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

About Author