মার্কিন মুলুকে নির্বাচন ঘিরে বর্তমানে আমেরিকার রাজনৈতিক পারদ একেবারে শিখরে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন এবং রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন বুধবার বলেছিলেন, তিনি আমেরিকার মসনদে এইবার বসতে চলেছেন। তার সমর্থকদের ধন্যবাদ দিয়ে তিনি বলেন,” আপনাদের ধৈর্য কে আমি সম্মান করি। আমরা জানি এই পদ্ধতিতে সময় লাগবে। হয়তো আগামী কাল সকাল পর্যন্ত আমরা জানতে পারব না সম্পূর্ণ রেজাল্ট। তবে আমরা নির্বাচন জয় করার পথে রয়েছি। ”
এই বক্তৃতার পরেই আবার ডোনাল্ড ট্রাম্প নতুন করে নির্বাচন করার দাবি জানিয়ে বলেন, বাইডেন নির্বাচনের ভোট চুরি করতে চাইছেন। তবে এই সমস্ত রাজনৈতিক চাপানউতোরের পরবর্তীতে আজ চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল ঘোষণা। ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন ফ্লোরিডা, আলাবামা, টেনেসি, ইন্ডিয়ানা, ওকলাহোমা, কেনটাকি, টেক্সাস এবং পশ্চিম ভার্জিনিয়া তে। অন্যদিকে বাইডেন এগিয়ে রয়েছেন ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, ইলিনিওস, কানেকটিকাট, ভেরমন্ট, রোড আইল্যান্ড, নিউ জার্সি, এরিজনা, মেরিল্যান্ড, দিলাওয়ার, এবং ভার্জিনিয়াতে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowউত্তর ক্যারোলিনা এবং জর্জিয়াতে চলছে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। মিশিগান, পেনসিলভানিয়া, এবং উইসকনসিন এর রেজাল্ট এখনো জানানো হয়নি। এখনো পর্যন্ত পাওয়া শেষ খবর থেকে জানা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন ২১৩টি আসনে। যেখানে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন এগিয়ে রয়েছেন ২৩৬টি আসনে। যেকোনো একজনকে জিততে কমপক্ষে ২৭০টি আসন জয় করতে হবে।
এই সময় গণনাতে দেরি নিয়ে বাইডেন তার সমর্থকদের উদ্দেশে বার্তা দেন। বলেন,” আমরা জয়ের পথেই আছি তবে এই প্রক্রিয়াতে কিছুটা সময় লাগবে।” অন্যদিকে মহামারীর কারণে এ বছর নির্বাচন কিছুটা অন্যরকম। বিপুল সংখ্যায় জমা পড়েছে মেন ইন ব্যালট। এবং সেই ইস্যুকে কাজে লাগিয়ে বাইডেনের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন এই মামলা আদালত অব্দি গড়াতে পারে। যদি সেরকম হয় তাহলে, আদালতের নির্দেশের উপর ভিত্তি করে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা নির্ধারণ হবে।